- মাধুকর প্রতিনিধি
- তারিখঃ ২২-১১-২০২৩, সময়ঃ বিকাল ০৫:১০
সংসদ নির্বাচনে অংশ নেয়ার ঘোষণা জাপার
মাধুকর ডেস্ক►
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে জাতীয় পার্টি (জাপা)। বুধবার (২২ নভেম্বর) বিকেলে জাপা চেয়ারম্যানের বনানী কার্যালয়ে সংবাদ সম্মলনে এ ঘোষণা দেন দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু।
তিনি জানান, নির্বাচন সুষ্ঠু হবে বলে তাদের আশ্বস্ত করা হয়েছে; তাই তারা নির্বাচনে অংশগ্রহণ করবেন। তবে কোনো দলের সাথে সমঝোতা বা আসন ভাগাভাগি করে নয়; ৩০০ আসনেই তারা দলীয় প্রার্থী দেবেন বলেও জানান জাপার মহাসচিব।
তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ৩০ নভেম্বর, যাচাই বাছাই ১ থেকে ৪ ডিসেম্বর, মনোনয়ন আপিল ও নিষ্পত্তি ৬-১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর, নির্বাচনী প্রচার-প্রচারণা ১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত এবং ২০২৪ সালের ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।