• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ৩১-১০-২০২২, সময়ঃ বিকাল ০৩:০৪

শ্রমিক নেতা মোখলেছুর রহমানের নি:শর্ত মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল মানববন্ধন



নিজস্ব প্রতিবেদক ►

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের যুগ্ম সম্পাদক শ্রমিক নেতা মোখলেছুর রহমানের নি:শর্ত মুক্তির দাবিতে সোমবার গাইবান্ধা জেলা শহরের ডিবি রোডে প্রতিবাদ সভা, বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। গাইবান্ধা জেলা ট্রাক, ট্যাংকলড়ি, কাভার্ডভ্যান ও ট্রাক্টর পরিবহন শ্রমিক ইউনিয়ন জেলা শাখা এই প্রতিবাদ সভা, বিক্ষোভ মিছিল ও মানববন্ধনের আয়োজন করে। সংগঠনের জেলা সভাপতি আব্দুল করিমের সভাপতিত্বে প্রতিবাদ সভা ও মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম, শ্রমিক নেতা রবিউল ইসলাম, আব্দুর রাজ্জাক, আমিনুল ইসলাম, ময়নুল ইসলাম, আব্দুস সাত্তার, ভোলা মহন্ত প্রমুখ।  

বক্তারা বলেন, অবিলম্বে এই মিথ্যা মামলা প্রত্যাহার করার জন্য দাবি জানানো হয়। অন্যথায় শ্রমিক নেতা মোখলেছুর রহমানের মুক্তি না দিলে পরিবহন ধর্মঘটসহ বিভিন্ন কর্মসূচি দেয়া হবে।