• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ২৩-১০-২০২৩, সময়ঃ বিকাল ০৫:১৬

শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকলে দেশে অসাম্প্রদায়িক সম্প্রীতি অটুট থাকবে : এমপি রিপন



সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি

গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনের সংসদ সদস্য (এমপি) মাহামুদ হাসান রিপন বলেছেন, বিএনপি-জামায়াত ক্ষমতায় থাকাকালে সংখ্যালঘু বলে সনাতন ধর্মাবলম্বীদের বাড়ি-ঘরে হামলা, ভাংচুর, নির্যাতন, অত্যাচার ও অগ্নি-সংযোগ করা হতো। বর্তমান আওয়ামী লীগ সরকারের আমলে বাংলাদেশের সনাতন ধর্মালম্বীরা প্রতিবছর জাকজমকপূর্ণভাবে দুর্গোৎসব পালন করছে।

তিনি বলেন, এখন আর সনাতনধর্মালম্বীদের ওপর হামলা, অত্যাচার, নির্যাতন, বাড়ি-ঘরে অগ্নি-সংযোগ হয় না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ধর্মনিরপেক্ষ ও অসাম্প্রদায়িক আদর্শে দেশ পরিচালনার কারণেই সকল ধর্মের মানুষ সমান অধিকার পাচ্ছে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকলে দেশে এই অসম্পদায়িক সম্প্রীতি অটুট থাকবে। 

আজ সোমবার (২৩ অক্টোবর) বিকেলে গাইবান্ধার সাঘাটা উপজেলার মথরপাড়া দ্বিনেশ সিংহের বাড়ি পূজামণ্ডপ পরিদর্শনকালে মাহমুদ হাসান রিপন এসব কথা বলেন। পরে তিনি উপজেলার বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করে ব্যক্তিগত উদ্যোগে অনুদান হিসেবে পূজা উদযাপন কমিটির হাতে নগদ অর্থ তুলে দেন।   

এসময় গাইবান্ধা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম,সাঘাটা উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট এসএম সামশীল আরেফিন টিটু, সহ-সভাপতি হায়দার আলী, আওয়ামী লীগ নেতা খায়রুল বাসার রুবেল, মোকছেদুল হাসান সাজুসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।