• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ২৫-১-২০২৪, সময়ঃ বিকাল ০৪:২০

শেখ হাসিনা আবারও প্রধানমন্ত্রী হওয়ায় গাইবান্ধায় আনন্দ মিছিল



নিজস্ব প্রতিবেদক►

বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা টানা চতুর্থবার প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় গাইবান্ধায় আনন্দ র‌্যালি হয়েছে। গাইবান্ধা পৌর আওয়ামী লীগের উদ্যোগে আজ বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) দুপুরে জেলা শহরে একটি আনন্দ মিছিল বের করা হয়। 

আনন্দ মিছিলটি জেলা আওয়ামী লীগ কার্যালয় চত্বর থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে গিয়ে শেষ হয়। 

পৌর আওয়ামী লীগের সভাপতি ওমর ফারুক রুবেল ও সাধারণ সম্পাদক পৌর কাউন্সিলর মো. কামাল হোসেন এই আনন্দ মিছিলের নেতৃত্ব দেন। 

আনন্দ মিছিলে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাহবুব আলম কোর্ট, পিয়ারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আমিনুর জামান রিংকু, পৌর কাউন্সিলর সর্দার মো. আসাদুজ্জামান হাসু, অ্যাড. মহিবুল হক মোহন, মোজাম্মেল হক ঝিলাম প্রমুখ। এছাড়াও আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এতে অংশগ্রহন করেন।