• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ৫-৮-২০২৩, সময়ঃ বিকাল ০৫:২৬

শেখ কামালের জন্মদিন পালিত



সুুন্দরগঞ্জ প্রতিনিধি ►

সুন্দরগঞ্জ উপজেলায় বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ কামালের ৭৪ তম জন্মদিন পালন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে শনিবার উপজেলা পরিষদ অডিটরিয়াম হলে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

উপজেলা নিবার্হী অফিসার মোহাম্মদ নূর-এ আলমের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী শামসুল আরেফীন খান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল মমিন মন্ডল, ্সুন্দরগঞ্জ ডিড রাইটার সরকারি কলেজের অধ্যক্ষ একেএমএ হাবীব সরকার, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সফিউল ইসলাম, দহবন্দ ইউপি চেয়ারম্যান রেজাউল আলম সরকার রেজা, উপজেলা পেসক্লাব সভাপতি শাহজান মিঞা, উপজেলা যুবরীগ সভাপতি মিজানুর রহমান লিটু, পৌর আওয়ামীলীগ সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম সরকার, বীর মুক্তিযোদ্ধা এমদাদুল হক বাবলু, সিরাজুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড বাবলু মিয়া প্রমুখ।