• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ২৫-৬-২০২৩, সময়ঃ বিকাল ০৪:৫৪

শুদ্ধাচার চর্চায় গাইবান্ধা সওজ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী ফিরোজ আকতার বিশেষ অবদান রাখায় পুরস্কার ভূষিত



নিজস্ব প্রতিবেদক ►

সোনার বাংলা গড়ার প্রত্যয়ে শুদ্ধাচার চর্চায় বিশেষ অবদান রাখায় দক্ষ অফিসার হিসেবে গাইবান্ধা সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী ফিরোজ আকতার শুদ্ধাচার পুরস্কার প্রদান ২০২৩ এ ভূষিত হয়েছেন। শুদ্ধাচার পুরস্কার হিসেবে তিনি এক মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ পুরস্কার পাবেন।

এ উপলক্ষে রবিবার দুপুরে সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী ফিরোজ আকতার নিজ অফিস কক্ষে কেক কেটে আনন্দ উপভোগ করেন। এ সময় অফিসের কর্মকর্তা সহ ঠিকাদার খন্দকার মোস্তাক আহমেদ মোস্তাক উপস্থিত ছিলেন এবং মোস্তাক আহমেদ নির্বাহী প্রকৌশলীকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান।

"গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রংপুর জোন এর সওজ প্রধান প্রকৌশলীর কার্যালয় " অতিরিক্ত প্রধান প্রকৌশলী" সুরুজ মিয়া" স্বাক্ষরিত ১৪ই জুন ২০২৩ সালের ২৬১৮ স্বারক  চিঠিতে জানা যায়- কর্ম পরিকল্পনার অন্তভূক্ত শুদ্ধাচার চর্চার জন্য তাকে ২০২২-২৩ অর্থবছরে শুদ্ধাচার পুরস্কার প্রদান নীতিমালা ২০২১ এর ৩ (৩,৪) আঞ্চলিক / জেলা পর্যায়ের কার্যালয় সমূহের নিজ নিজ কার্যালয়ের গ্রেড ৩ হতে গ্রেড ৯ ভুক্ত একজন কর্মচারী অনুযায়ী পুরস্কারের জন্য নির্বাচিত করেন।