• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ২৩-১২-২০২২, সময়ঃ বিকাল ০৪:৫৪

শুক্রবার নওগাঁয় দেশের সর্বনিম্ম তাপমাত্রা ৮.৪ডিগ্রি 



নওগাঁ প্রতিনিধি ► 

শুক্রবার ছিলো নওগাঁয় দেশের সর্বনিম্ম তাপমাত্রা ৮.৪ডিগ্রি সেলসিয়াস। এতে নতুন করে বৃদ্ধি পেয়েছে শীতের তীব্রতা। কনকনে শীতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। গত কয়েকদিন যাবত দিনের কিছুটা সময় নিরুত্তাপ সূর্যের দেখা মিললেও কমছে না শীতের তীব্রতা। 

উত্তরের হিমেল হাওয়া শীতের তীব্রতাকে বাড়িয়েছে কয়েকগুন। শীতের তীব্রতায় বেকায়দায় পড়েছে খেটে খাওয়া মানুষরা। বিশেষ করে দিনমজুর মানুষরা প্রচন্ড এই শীতকে উপেক্ষা করে বাহিরে কাজের জন্য যেতে পারছে না। অপরদিকে গরম কাপড়ের অভাবে ছিন্নমূল মানুষরা শীতকে নিবারন করতে পারছে না বলেও জানা গেছে। 

নওগাঁর বদলগাছী কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান আজ শুক্রবার সকালে নওগাঁর সর্বনিম্ম তাপমাত্রা পরিমাপ করা হয়েছে ৮.৪ডিগ্রি সেলিসিয়াস। গত শুক্রবার থেকে তাপমাত্রা ১০-১২ডিগের মধ্যে ওঠানামা করছে। তবে আগামীতে এই তাপমাত্রা আরো কমতে পারে।