- মাধুকর প্রতিনিধি
- তারিখঃ ৬-১-২০২৩, সময়ঃ বিকাল ০৫:১০
শীতে কদর বেড়েছে মেয়েদের জুতার
মোদাচ্ছেরুজ্জামান মিলু ►
উত্তরবঙ্গের অন্যান্য জেলার মতো গাইবান্ধায় শীতে যবুথবু হচ্ছে মানুষ। শীত থেকে রক্ষা পেতে মেয়েদেও শীতের পোশাকের পাশাপাশি জুতা বা কেডস এর কদর বেড়েছে অনেক। এই চাহিদারও পর ভিত্তি কওে ব্যবসায়ীরাও বাজারে মেয়েদেও ব্যবহারের বিভিন্ন জুতা বা কেডস বাজাওে এনেছেন।
স্বল্প আয়ের মানুষের জন্য বিশেষ কওে নারীদেও জন্য ৩০০ টাকা থেকে ৪০০ টাকার জুতাও পাওয়া যাচ্ছে ফুটপাতের দোকানে। গাইবান্ধা শহরের ডেভিড কোম্পানিপাড়ার রমজানের কোনো দোকান নাই। তাই তিনি পৌর মার্কেটের সিড়ির উপর মেয়েদেও জুতার দোকান দিয়েছেন। রমজান বলেন, তার এই জুতার ব্যবসা বেশ জমে উঠেছে। দামেও কম এবং টেকসই হওয়াতে শীতের মৌসুমে ক্রেতাদের সংখ্যা দিন দিন বাড়ছে।