- মাধুকর প্রতিনিধি
- তারিখঃ ১৯-১১-২০২২, সময়ঃ বিকাল ০৫:২২
শিক্ষার মানোন্নয়নে বারবলদিয়া উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সমাবেশ
নিজস্ব প্রতিবেদক ►
গাইবান্ধা সদর উপজেলার মালিবাড়ী ইউনিয়নের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ বারবলদিয়া উচ্চ বিদ্যালয়ে শনিবার সকাল ১১টায় বিদ্যালয় হলরুমে এক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালামের সভাপতিত্বে শিক্ষক মনিরুজ্জামানের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন অত্র বিদ্যালয়ের সভাপতি সহকারী অধ্যাপক মাহফুজুর রহমান মধু। উদ্বোধক হিসেবে ছিলেন ২নং মালিবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান সোয়েব মোঃ রাসেল। এতে বক্তব্য দেন সাবেক সভাপতি প্রভাষক অলিক হাসান লেবু, নতুন বন্দর বালিকা দাখিল মাদ্রাসার সুপার আবুল হাসান শহীদুল্লাহ, সহকারী প্রধান শিক্ষক হাবিবুর রহমান, সহকারী শিক্ষক অরবিন্দু বড়–য়া, অভিভাবক সদস্য শহিদুল মন্ডল, অভিভাবক শাহিদুল, রতন, হামিদ, বাদশা, মাজেদ প্রমুখ। বক্তাগণ শিক্ষার মানোন্নয়নের উপর গুরুত্ব দিয়ে বক্তব্য দেন।
প্রতিষ্ঠানের সভাপতি মাহফুজুর রহমান শিক্ষার মানোন্নয়নে শিক্ষার্থী, অভিভাবকসহ পাঠদানরত শিক্ষকদের আরও বেশী মনোযোগী হওয়ার আহবান জানান।