- মাধুকর প্রতিনিধি
- তারিখঃ ২৬-৬-২০২৩, সময়ঃ সকাল ০৯:৩৩
শাসকগোষ্ঠী জনগণের ওপর ফ্যাসিবাদী জুলুম চালাচ্ছে: ফখরুল
মাধুকর ডেস্ক ►
দেশের রাষ্ট্রমতা দখল করে অবৈধ শাসকগোষ্ঠী জনগণের ওপর ফ্যাসিবাদী কায়দায় জুলুম চালাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, সরকারের অত্যাচার-নির্যাতন ও অপকর্মের কারণে জাতির সব অর্জন এবং অগ্রগতি অন্ধকারে হারিয়ে যেতে বসেছে।
মির্জা ফখরুল বলেন, রাষ্ট্রীয় সন্ত্রাসের কারণে গুম, কথিত বন্দুকযুদ্ধে হত্যা, শারীরিক নির্যাতনে মৃত্যুর শিকার হচ্ছে অসংখ্য মানুষ। জনগণের কাছে সরকারের কোনো জবাবদিহি না থাকায় গণতান্ত্রিক সব প্রতিষ্ঠানকে হাতের মুঠোয় নিয়ে একদলীয় অপশাসনের জগদ্দল পাথর জনগণের বুকের ওপর চাপিয়ে দেওয়া হয়েছে। গণমাধ্যমকে হুমকি ও ভয় দেখিয়ে এবং নির্যাতন করে কব্জা করার অপচেষ্টা চলছে।
নির্যাতিতদের সমর্থনে জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক দিবস উপলে রোববার (২৫ জুন) এক বাণীতে তিনি এসব কথা বলেন। দিবসটি উপলে বাংলাদেশসহ বিশ্বের নির্যাতিত ব্যক্তি, জাতি, গোষ্ঠী, বর্ণ ও ভাষাগত সম্প্রদায়ের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা জানান মির্জা ফখরুল।