- মাধুকর প্রতিনিধি
- তারিখঃ ১২-৫-২০২৩, সময়ঃ বিকাল ০৫:৫৫
শারীরিক প্রতিবন্ধী সজিব পেল হুইল চেয়ার
নিজস্ব প্রতিবেদক ►►
একটি মানবিক স্বেচ্ছাসেবী সংস্থা "স্বপ্ন সিঁড়ি" গাইবান্ধার উদ্যোগে গাইবান্ধা সদর উপজেলার থান সিংহপুর (জাহাঙ্গীরের মোড়) গ্রামের লেচু মিয়ার শারীরিক প্রতিবন্ধী ছেলে সজিব (১৪) কে একটি হুইল চেয়ার বিতরণ করা হয়।
মানবাধিকার কর্মী সালাহউদ্দিন কাশেমের অনুরোধে সাংবাদিক মাইদুল ইসলামের ব্যক্তিগত ফেইস বুক পেজে গাইবান্ধায় প্রতিবন্ধী সজিবের ভাগ্যে জোটেনি একটি হুইল চেয়ার শিরোনামে খবর প্রচারিত হলে বিষয়টি নজরে আসে স্বেচ্ছাসেবী সংস্থা স্বপ্ন সিঁড়ির।
আজ শুক্রবার বিকেলে স্বপ্ন সিঁড়ির উদ্যোগে লেচু মিয়ার নিজ বাড়ীতে গিয়ে প্রতিবন্বী সজিবকে হুইল চেয়ার প্রদান করেন স্বপ্ন সিঁড়ির নেতৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন স্বপ্ন সিঁড়ির আহ্বায়ক চুনি ইসলাম, সদস্য গাইবান্ধা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক প্রমতোষ সাহা, বাংলাদেশ মানবাধিকার কমিশন গাইবান্ধা সদর উপজেলা শাখার সভাপতি এ,কে,এম সালাহ উদ্দিন কাশেম, স্বপ্ন সিঁড়ির সদস্য খন্দকার শামীম, রেজাউল করিম মুন্না, সাংবাদিক রিক্তু প্রসাদ, মেজবাহুল হক মিঠু, হামিদা বানু রিক্তা আরও উপস্থিত ছিলেন সাংবাদিক মাইদুল ইসলাম, কবির হোসেন শামিম, বাবুল রহমান রবিনসহ সজিবের বাবা মা ও এলাকাবাসী।