• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ৭-২-২০২৩, সময়ঃ রাত ০৮:১৫

শান্তিরাম ইউনিয়ন পরিদর্শনে ডিডিএলজি



সুন্দরগঞ্জ প্রতিনিধি ►

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার শান্তিরাম ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেছেন রংপুর বিভাগীয় কমিশনার কার্যালয়ের ডিডিএলজি (উপ-সচিব) আলিয়া ফেরদৌস জাহান।

আজ মঙ্গলবার বিকালে তিনি ইউনিয়ন পরিষদ কার্যালয়ের কর্মকান্ড, কাগজপত্র পরিদর্শন করেন ও চেয়ারম্যান এবং  ইউপি সদস্যদের সাথে মতবিনিময় করেন। এ সময় বক্তব্য রাখেন এবং উপস্থিত ছিলেন উপজেলা নিবার্হী অফিসার মোহাম্মদ আল মারুফ, ইউপি চেয়ারম্যান এবিএম মিজানুর রহমান, বেলকা মজিদ পাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা প্রেসক্লাব সাধারন সম্পাদক আব্দুল মান্নান আকন্দ, ইউপি সদস্য মিঠু মিয়া, মশিউর রহমান, জাহেদুল ইসলাম, আঞ্জুয়ারা বেগম, সচিব খাইরুজ্জামান প্রমুখ। এ সময় তিনি চেয়ারম্যান ও ইউপি সদস্যদের মধ্যে সৃষ্ট বিরোধ নিরসন করে দেন।