- মাধুকর প্রতিনিধি
- তারিখঃ ২৬-২-২০২৩, সময়ঃ বিকাল ০৩:৫৮
পলাশবাড়ীতে ২৪ কেজি গাঁজাসহ ৩ ব্যবসায়ী গ্রেফতার
পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি
পলাশবাড়ী থানা পুলিশের অভিযানে ২৪ কেজি গাজাসহ ৩ ব্যবসায়ী গ্রেফতার হয়েছে।২৬ ফেব্রুয়ারী রবিবার দুপুরে গাইবান্ধার পলাশবাড়ী থানা চত্ত্বরে এক প্রেস কনফারেন্সের মাধ্যমে এ তথ্য জানানো হয়।
কনফারেন্সে গাইবান্ধার পুলিশ সুপার মোঃ কামাল হোসেনের নির্দেশে জেলা পুলিশের অপরাধ রোধকল্পে নিয়মিত অভিযানের অংশ হিসেবে পলাশবাড়ী থানা পুলিশ ২৬ ফেব্রুয়ারী রোববার সকাল ১১.৫৫ ঘটিকার সময় পলাশবাড়ী থানাধীন পলাশবাড়ী পৌরসভার মহেশপুর মৌজাস্থ বিটিসি মোড়ের ২শ" গজ দক্ষিনে জনৈক তপন কুমার রায়ের বসত বাড়ীর পশ্চিমে রংপুর হইতে বগুড়াগামী মহাসড়কের উপর রংপুর টু গুড়া গামী যাত্রীবাহী বাস, যাহার রেজিঃ নম্বর ঢাকা মেট্রো-ব-১৫-৭০১০ গাড়ীটি তল্লাশীকালে গ্রেফতারকৃত ৩ ব্যক্তির হেফাজত থাকা ২৪ কেজি গাঁজা দিয়ে তৈরী করা তিনটি কয়েল উদ্ধার করা হয়। এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) সারণির ১৯(ক)/৪১ এর পলাশবাড়ী থানায় একটি মামলা রুজু করা হয়েছে। মামলা নং-২৮।গ্রেফতারকৃতরা হলেন কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী থানার পশ্চিমরামপুরা গ্রামের দুলাল হোসেনের ছেলে জসিম আলী (২২),আলাউদ্দিন মিয়ার ছেলে আতিকুর রহমান (২৫), একই জেলার ফুলবাড়ী থানা বেড়াকুঠি মুন্সবপাড়া গ্রামের মজিবুর রহমানের ছেলে জাহিদুল ইসলাম ওরফে জাকির (২০)।
এসময় প্রেস কনফারেন্সে গাইবান্ধার পুলিশ সহকারী (সি সার্কেল) উদয় কুমার সাহা, সহকারী পুলিশ সুপার শুভ্র দেব,পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ মাসুদ রানা, এসআই আঃ মান্নান,মিজান সহ থানা পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্যবৃন্দ ও স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।