- মাধুকর প্রতিনিধি
- তারিখঃ ১৪-৮-২০২৩, সময়ঃ সকাল ১০:৪০
লালমনিরহাটে তিস্তার পানি বিপৎসীমার ওপরে, বন্যার শঙ্কা
মাধুকর ডেস্ক►
গত কয়েকদিনের ভারী বৃষ্টি আর উজানের ঢলে লালমনিরহাটে তিস্তা নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
আজ সোমবার (১৪ আগস্ট) সকাল থেকে তিস্তার পানি ডালিয়া ব্যারেজ পয়েন্টে বিপদসীমার ১৪ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে বলে জানান লালমনিরহাট পানি উন্নয়ন বোর্ডের নিবাহী প্রকৌশলী সুনীল কুমার রায়। পানি নিয়ন্ত্রণে ব্যারেজের ৪৪টি জলকপাট খুলে দিয়েছে পানি উন্নয়ন বোর্ড।
এরইমধ্যে তলিয়ে গেছে তিস্তাপাড়ের নিম্নাঞ্চলের ধানসহ বিভিন্ন ফসলের ক্ষেত। দেখা দিয়েছে বন্যার আশংকা।