• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ৩-১২-২০২২, সময়ঃ সকাল ১১:৩০

লাখো কণ্ঠে বিদ্রোহী কবিতা উচ্চারণের সমাপনী অনুষ্ঠান উপলক্ষ্যে গাইবান্ধায় বর্ণাঢ্য শোভাযাত্রা



নিজস্ব প্রতিবেদক ►

উজ্জীবিত হোক তারুণ্যে শক্তি, নজরুল আদর্শে... এই শ্লোগানকে সামনে রেখে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতার শতবর্ষে নজরুল চর্চা কেন্দ্র বাদিয়াখালী গাইবান্ধার আয়োজনে লাখো কণ্ঠে বিদ্রোহী কবিতা উচ্চারণের সমাপনী অনুষ্ঠান উপলক্ষ্যে গাইবান্ধায় বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। 

আজ সকালে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদিক্ষণ শেষে পুর্নরায় সেখানে গিয়ে শেষ হয়। র‌্যালিতে প্রশাসনের কর্মকর্তা, সাংস্কৃতিক ব্যাক্তিত্ব, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ গ্রহণ করেন।

পরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা একাডেমির সভাপতি কথাসাহিত্যিক সেলিনা হোসেন। 

প্রধান আলোচক ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কবি নজরুল ইন্সটিটিউট-এর নির্বাহী পরিচালক (অতি: সচিব) মোহাম্মদ জাকীর হোসেন, অতিথি হিসেবে ছিলেন গবেষক ও নজরুল ট্রাস্টি বোর্ডের সদস্য কবি নজরুল ইসলামের নাতনী খিলখিল কাজী, রংপুর বেগম রোকেয়া বিশ^বিদ্যালয়ের উপ-উপাচার্ষ প্রফেসর ড. সরিফা সালোয়া ডিনা, অগ্নিবীণা ডিবেটিং কাবের সভাপতি একেএম আফজালুর রহমান বাবু।

বিশেষ অতিথি হিসেবে ছিলেন গাইবান্ধা জেলা পরিষদ চেয়ারম্যান মো: আবু বকর সিদ্দিক পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের পুলিশ সুপার এ আর এম আলিফ, মেয়র মো: মতলুবর রহমান প্রমূখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নজরুল চর্চা কেন্দ্রের সভাপতি বীরমুক্তিযোদ্ধা কর্ণেল মঈনুল হক (অব.)।