• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ১৮-২-২০২৩, সময়ঃ দুপুর ০২:২০

লক্ষ্মীপুর উজিরধরনী রেললাইনের পাশ থেকে যুবকের গলাকাটা লাশ উদ্ধার



নিজস্ব প্রতিবেদক ►

শনিবার গাইবান্ধার লক্ষ্মীপুর উজিরধরনী গ্রামের হাজী রেলগেটের সামান্য দক্ষিনে রেল লাইনের পাশে রাজু (২২) নামের এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন পূর্বক লাশ মর্গে পাঠিয়েছে। নিহত রাজু সাদুল্লাপুর উপজেলার দামদোরপুর ইউনিয়নের ভাঙ্গা মোড় গ্রামের শফিউল ইসলামের পুত্র।

জানা গেছে, গাইবান্ধা সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের উজিরধরনী বাড়ী গ্রামের হাজী রেলগেটের সামান্য দক্ষিনে রেল লাইনের পাশে গলাকাটা এক যুবকের লাশ পড়ে থাকতে দেখতে পায় স্থানীয় লোকজন। তাৎক্ষণিকভাবে বিষয়টি জানা জানি হলে লাশটি দেখতে ঘটনাস্থলে অসংখ্য নারী পুরুষের ভীর জমে।

এ সময় নিহত যুবকের ব্যবহৃত মোবাইল ফোন থেকে যোগাযোগ করা হলে তার ঠিকানা সাদুল্লাপুর উপজেলার দামোদরপুর ইউনিয়নের ভাংগা মোড় গ্রামের শফিউলের পুত্র বলে জানা যায়। নিহত রাজু পেশায় একজন অটো চালক। খবর পেয়ে নিহত রাজুর পরিবারের লোকজন এসে লাশ সনাক্ত করেন। এ সময় রাজুর বড় ভাই আজিজুর রহমান জানান, গত শুক্রবার সকালে রাজু নিত্যদিনের মত অটোবাইক নিয়ে বাড়ি থেকে বের হয়ে পড়ে। রাতে সে বাড়িতে না আসায় ফোনে যোগাযোগ করেও পাওয়া যায়নি।

এদিকে সকাল আনুমানিক সাড়ে নয়টায় খবর পেয়ে গাইবান্ধা জেলা অতিরিক্ত পুলিশ সুপার ইবনে মিজান, আবু লাইচ মো: ইলিয়াচ জিকু, সদর থানার অফিসার ইনচার্জ মাসুদুর রহমান, তদন্ত অফিসার আ, ওয়াহেদ সংগীয় পুলিশসহ ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তারা রাজুর ব্যবহৃত মোবাইল ফোনসহ তাকে হত্যার কাজে ব্যবহৃত ছোরা উদ্ধার করেন এবং ময়নাতদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করেন।