• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ৩-৫-২০২৪, সময়ঃ বিকাল ০৫:৪৪

রেলের ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ



নিজস্ব প্রতিবেদক►

রেলের ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।

আজ শুক্রবার (৩ মে) বেলা ১১টার দিকে গাইবান্ধা রেল স্টেশনে এ কর্মসূচি পালন করে দলটির নেতা-কর্মীরা।

সমাবেশে বক্তারা বলেন, দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতিতে সাধারণ মানুষের যখন নাভিশ্বাস উঠেছে সেইসময়ে ট্রেনের ভাড়া বৃদ্ধি মানুষকে সংকটে ফেলবে। তারা বলেন, পরিবহন ব্যবসায়ীদের সুবিধা করে দিতে গণবিরোধী এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। বক্তারা অবিলম্বে এ সিদ্ধান্ত বাতিলের দাবি জানান।

এ সময় বক্তব্য দেন জেলা সিপিবির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল, সহকারি সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মুরাদ জামান রব্বানী ও সম্পাদকমণ্ডলীর সদস্য ছাদেকুল ইসলাম মাস্টার প্রমুখ।

শেষে একটি বিক্ষোভ মিছিল রেল স্টেশন চত্বর প্রদক্ষিণ করে।

প্রসঙ্গত, গত ২২ এপ্রিল যাত্রীবাহীট্রেনের রেয়াত-সুবিধা (ছাড়) প্রত্যাহার করারসিদ্ধান্ত নেয় সরকার। শনিবার (৪ মে) থেকে এসিদ্ধান্ত কার্যকর করা হবে। এতে যাত্রীবাহী আন্তনগর, মেইল, লোকাল ও কমিউটার-সবধরনের ট্রেনের ভাড়া বেড়েছে। তবে ১০০ কিলোমিটারপর্যন্ত ভ্রমণের ক্ষেত্রে ভাড়া অপরিবর্তিত রয়েছে।