• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ৫-৯-২০২৩, সময়ঃ বিকাল ০৩:৫৬

রাণীনগরে সাইকেলসহ চোর গ্রেফতার



নওগাঁ প্রতিনিধি►

নওগাঁর রাণীনগরে দুইটি বাইসাইকেলসহ সাইকেল চোর চক্রের এক সদস্য রবিউল ইসলাম (২৬) কে গ্রেফতার করেছে থানা পুলিশ। সোমবার (৪ সেপ্টেম্বর) রাতে উপজেলার পারইল লস্কর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত রবিউল ইসলাম উপজেলার পারইল গ্রামের সাইয়ার রহমানের ছেলে।

থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সেলিম রেজা জানান, সোমবার রাতে থানা পুলিশের টহল চলছিল। এ সময় চোরাই সাইকেল বেচা-কেনা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে পুলিশ অভিযান চালায়। অভিযানে যুবক রবিউল ইসলামকে গ্রেফতার করেন। গ্রেফতারকালে তার কাছ থেকে চোরাই দুটি বাইসাইকেল উদ্ধার করা হয়।

এ ঘটনায় রাতেই তার বিরুদ্ধে থানায় মামলা রুজু করে মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।