• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ১৪-৮-২০২৩, সময়ঃ বিকাল ০৩:৩১

রাণীনগরে মাছের পোনা অবমুক্ত



নওগাঁ প্রতিনিধি►

নওগাঁর রাণীনগরে উপজেলা প্রশাসন, আশ্রয়ণ প্রকল্প, মাদ্রাসা ও শিক্ষা প্রতিষ্ঠানের পুকুরে মাছের পোণা অবমুক্ত কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। আজ সোমবার (১৪ আগস্ট) উপজেলা প্রশাসন ও সিনিয়র মৎস্য কর্মকর্তা অধিদপ্তরের উদ্যোগে ২০২৩-২০২৪ অর্থ বছরে রাজস্ব খাতের আওতায় ৩২০কেজি রুই জাতের মাছের পোনা অবমুক্ত করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হুসেইনের সভাপতিত্বে কার্যক্রমের উদ্বোধন করেন নওগাঁ-০৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. আনোয়ার হোসেন হেলাল।

এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু, মৎস্য কর্মকর্তা শিল্পী রায়, বিআরডিবির চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা চয়েন সরকার, জেলা পরিষদের সদস্য জাকির হোসেন জয়, প্রমুখ। সারা দেশে সরকারের এমন উদ্যোগকে শতভাগ সফল করার প্রতি আহ্বান জানান প্রধান অতিথি।

তিনি বলেন আমরা যদি সঠিক নিয়ম মেনে মাছ চাষ ও আহরোন করি তাহলে আজ যে সকল মাছ বিলুপ্ত প্রায় সেগুলোকে আবার ফিরে আনা সম্ভব। তাই সবাই মিলে সরকারের এমন উদ্যোগকে বাস্তবায়ন করার প্রতি তিনি আহ্বান জানান।