- মাধুকর প্রতিনিধি
- তারিখঃ ৩০-৩-২০২৫, সময়ঃ সকাল ১১:৪১
রাণীনগরে বইপ্রীতি বৃদ্ধিতে ঈদ টি-শার্ট বিতরণ
আব্দুর রউফ রিপন, নওগাঁ ►
পাঠাগারের প্রতি পাঠকদের আগ্রহ বৃদ্ধিতে নওগাঁর রাণীনগরে দাউদপুর-বেলোবাড়ি একতা সংঘ পাঠাগারের পক্ষ থেকে ১০০জনের মাঝে ঈদ টি-শার্টবিতরণ করা হয়েছে। পাঠাগারের পক্ষ থেকে পবিত্র ঈদ-উল ফিতরেরআনন্দ ভাগাভাগি করে নিতেই মূলত এই টি-শার্টউপহার হিসেবে বিতরণ করা হয়। শনিবার সন্ধ্যায় উপজেলার দাউদপুর-বেলোবাড়ি এলাকার সাধারণ মানুষসহ বিভিন্ন শ্রেণি পেশার ১০০জনকে ঈদ উপহার হিসাবে এসব টি-শার্ট দেওয়াহয়।
ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার পাশাপাশি পাঠাগারের প্রচার ও প্রসার বৃদ্ধিকরতে এবং বই পড়ার প্রতিপাঠকদের আগ্রহ সৃষ্টির লক্ষ্যেই মূলত এমন ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানান আয়োজকরা। বিতরণ অনুষ্ঠানে ভার্চুয়ালী যুক্ত হয়ে বক্তব্য রাখেন আমেরিকা প্রবাসী ও পাঠাগারটির উপদেষ্টাপ্রকৌশলী সজল আহম্মেদ। আরও বক্তব্য দেন পাঠাগারটির উপদেষ্টা ডা. ফরিদ এইচ খাঁন, প্রচার সম্পাদক বায়েজিদ হোসেন অনিক। এ সময় উপস্থিতছিলেন পাঠাগারের অর্থ সম্পাদক কাওছার মোল্লা, কার্যকরী সদস্য দিদারুল ইসলাম, ছনি মোল্লা, আসাদুজ্জামান নিপু, মেজবাউল আলম রোমান, সাফি মোল্লা, মুরাদ মোল্লা, একেএম রাফিদ শাহরিয়ার, মুমিনুল ইসলাম, মুশফিক মুক্তাদির মাহিন, হালিমুল ইসলাম প্রিন্সসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আয়োজকরা জানান, বই মানুষের অকৃত্রিমবন্ধু। বই একজন পাঠককেকখনোও মন্দ কিছু শেখায় না। নিজেকে একজন আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে চাইলে বেশি বেশি বই পড়ার কোনবিকল্প নেই। আর বই পড়ারআদর্শ স্থান হচ্ছে পাঠাগার। তাই এলাকার মানুষের মাঝে জ্ঞানের আলো ছড়িয়ে দিতে এবং পাঠাভ্যাস গড়ে তোলার লক্ষ্যে চলতি বছরের ৩ জানুয়ারি দাউদপুর-বেলোবাড়ি একতা সংঘের উদ্যোগে দাউদপুর-বেলোবাড়ি একতা সংঘ পাঠাগার স্থাপন করা হয়। এই পাঠাগারের আরো প্রচার-প্রসার বৃদ্ধির কর্মসূচির অংশ হিসাবে এবং এলাকার মানুষের মাঝে পাঠাগারের পক্ষ থেকে ঈদের আনন্দ ভাগাভাগি করতে এমন উদ্যোগ গ্রহণ করা। বই পড়ার প্রতিআগ্রহী করতে ও পাঠাগারের পাঠকবৃদ্ধিতে আগামীতেও এই ধরণের কর্মসূচি অব্যাহত রাখা হবে জানায় আয়োজকরা।