• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ৩-৭-২০২৩, সময়ঃ বিকাল ০৪:০৩

রাণীনগরে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে বাড়িতে দুর্ধর্ষ চুরি ॥ স্বর্ণালঙ্কারসহ নগদ টাকা লুট 



নওগাঁ প্রতিনিধি ►

নওগাঁর রাণীনগরে বাড়ির মালিককে মারপিট করে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। শনিবার গভীর রাতে উপজেলার বড়গাছা ইউনিয়নের বড়গাছা হিন্দুপাড়া গ্রামে শঙ্কর চন্দ্রের বাড়িতে এই দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। 

চোরের দলের সদস্যরা বাড়ির ছাদের সিঁড়ির মুখের জানালা দিয়ে বাড়ির ভিতরে প্রবেশ করে ওই বাড়ি থেকে স্বর্ণালঙ্কার, চাঁদি ও নগদ টাকাসহ প্রায় ৪লাখ টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে। এই চুরির ঘটনাসহ উপজেলার বিভিন্ন স্থানে সম্প্রতি ঘটে যাওয়া আরো কয়েকটি চুরির ঘটনা ঘটার পর থেকে উপজেলার মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করছে। এই ঘটনায় গত রবিবার থানায় অভিযোগ দেওয়ার পরও এখন পর্যন্ত পুলিশ চুরি হওয়া পণ্যগুলো উদ্ধার করা কিংবা চুরির সঙ্গে জড়িত কাউকে আটক করতে পারেনি। 

বাড়ির মালিক শঙ্কর চন্দ্র জানান, শনিবার রাতে খাবার খেয়ে পরিবারের সবাই ঘুমিয়ে পরি। রাত আনুমানিক দেড়টার দিকে বাড়ির ছাদের সিঁড়ির মুখের জানালা দিয়ে চোরের দলের ৬জন সদস্য ভিতরে প্রবেশ করে। আর বাড়ির বাহিরে কয়েকজন সদস্যরা পাহারায় ছিলো। ভিতরে প্রবেশ করা চোরেরা আমাকে লাঠিসোটা দিয়ে মারপিট করে দুই হাত বেঁধে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে রাখে। এরপর আমার স্ত্রী ও ছেলের বউকে ভয়ভীতি দেখিয়ে চোরের দলের সদস্যরা বাড়িতে লুটপাট চালায়। এ সময় আমার স্ত্রী ও ছেলের বউয়ের কান ও গলায় পড়ে থাকা স্বর্ণালংকারসহ বাড়িতে থাকা ২ভরি ১৩আনা স্বর্ণ, ৩ ভরি চাঁদি ও নগদ ৬৮হাজার ৫০টাকা লুট করে নিয়ে গেছে।

থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, খবর পাওয়ার পর ঘটনাস্থল পরিদর্শন করেছি। আমার উর্দ্ধতন স্যারেরাও পরিদর্শন করেছে। ঘটনাটি ডাকাতি না চুরির ঘটনা। এ ঘটনায় থানায় মামলা দায়েরের পর থেকে অভিযান অব্যাহত রয়েছে। আশা রাখি দ্রুতই চুরি যাওয়া মালামাল উদ্ধারসহ চোরদের গ্রেফতার করতে সক্ষম হবো।