• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ১৯-৬-২০২৩, সময়ঃ বিকাল ০৩:৩০

রাণীনগরে খামারীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত



নওগাঁ প্রতিনিধি ►

নওগাঁর রাণীনগরের বড়গাছা ইউনিয়নের খামারীদের নিয়ে দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ইউনিয়নের মালশন গ্রামে আমিন হাসান এগ্রো লিমিটেড আয়োজিত খামার প্রাঙ্গনে প্রাণিসম্পদ ও ডেইরী প্রকল্প এর আওতায় পিজি ও নন পিজি সদস্যদের অংশগ্রহণে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল এই কর্মশালার বাস্তবায়ন করে।

কর্মশালায় ইউনিয়নের ছোট-বড় ৪০জন খামারীদের বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. মহির উদ্দিন। এছাড়াও আরো উপস্থিত ছিলেন আমিন হাসান এগ্রো লিমিটেডের স্বত্বাধিকারী মো. আব্দুল মান্নান প্রমুখ।

মূলত গ্রাম্য পর্যায়ে গবাদীপশু লালন-পালনকারী প্রান্তিক পর্যায়ের খামারীদের আরো বেশি বেশি করে গবাদীপশু লালন-পালনে উদ্বুদ্ধ করতে, গবাদীপশুর কোন রোগ হলে তাৎক্ষণিক ভাবে প্রাথমিক চিকিৎসা প্রদান করা বিষয়সহ বিভিন্ন ছোট-খাটো বিষয়ে আরো বেশি সচেতন করতেই মূলত প্রাণিসম্পদ দপ্তরের পক্ষ থেকে এই বিশেষ প্রশিক্ষণের আয়োজন করা।