• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ১৪-৩-২০২৩, সময়ঃ বিকাল ০৪:১৮

রাণীনগরে কর্মবিরতিতে শিক্ষা প্রতিষ্ঠান



নওগাঁ প্রতিনিধি ►

সারাদেশের ন্যায় নওগাঁর রাণীনগরেও ১৩ ও ১৪ মার্চ তিনঘন্টা কর্মবিরতি পালন করা হয়েছে। এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করনের লক্ষ্যে মহাজোটের আহ্বানে চলমান কর্মসূচির অংশ হিসেবে উপজেলার সকল মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠানেও এই কর্মসূচি পালন করা হয়। 

মঙ্গলবার বেলা ২টার দিকে উপজেলার মধুপুর উচ্চ বিদ্যালয়ে গিয়ে দেখা যায় যে শিক্ষকরা কর্মবিরতি পালন করছে। অপরদিকে শিক্ষার্থীরা শিক্ষা প্রতিষ্ঠান জাতিয়করনের পক্ষে বিভিন্ন পোষ্টার হাতে নিয়ে শ্রেণিকক্ষের সামনে জাতিয়করনের পক্ষে নিরব অবস্থান নিয়েছে। প্রায় ৩ঘন্টারও বেশি সময় ধরে ওই শিক্ষা প্রতিষ্ঠানের সকল কার্যক্রম বন্ধ ছিলো। এমনই চিত্র উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের। এই ধরণের কর্মসূচিতে পুরো দেশের সকল মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের ব্যাপক ক্ষতি হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। 

মধুপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও জেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জনাব মোঃ আব্দুল গফুর বলেন, আমরা একই পাঠ্যক্রমে পাঠদান করে থাকি। কিন্তু সরকারি বেসরকারি কর্মরত শিক্ষকদের বৈষম্য আকাশপাতাল। একই দেশে এতো পার্থক্য মেনে নেওয়া সম্ভব নয়। তাই আমরা ঢাকাতে কর্মসূচি শেষে নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানে এসে এই কর্মসূচি পালন করছি। যদি সরকার দ্রুত আমাদের দাবী মেনে না নেন তাহলে আগামীতে আরো কঠোর কর্মসূচি প্রদান করা হবে। এতে করে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ব্যাপক ক্ষতির আশঙ্কা রয়েছে।