• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ১১-১-২০২৪, সময়ঃ বিকাল ০৩:৩৫

রাজারহাটে জেঁকে বসেছে শীত, জীবনযাত্রায় স্থবিরতা



রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি

তাপমাত্রা কমতে থাকায় কুড়িগ্রামের রাজারহাটে বেড়েছে শীতের তীব্রতা। জীবনযাত্রায় নেমে এসেছে স্থবিরতা। শীতের দাপটে কাবু হয়ে পড়েছে দিনমজুর ও খেটে খাওয়া মানুষ। ঠান্ডায় ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা।

আজ বৃহস্পতিবার (১১ জানুয়ারি) উপজেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ ডিগ্রী সেলসিয়াস। এদিকে শীতার্ত মানুষের জন্য জেলা প্রশাসন উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে শীত বস্ত্র বিতরণ করার উদ্যোগ নিয়েছে বলে জানা গেছে। 

শীত ও কনকনে ঠান্ডায় খড়কুটো জ্বালিয়ে উষ্ণতা নিচ্ছেন হত-দরিদ্র মানুষজন। শীতজনিত রোগে আক্রান্ত হয়ে হাপাতালে চিকিৎসা নিচ্ছে শিশু ও বয়স্করা।  ডায়রিয়ায় আক্রান্ত হয়ে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের ডায়রিয়া ওয়াডে ভর্তি হয়েছে ৪৩ জন শিশু। সেখানে গাদা-গাদি করে চিকিৎসা নিচ্ছে আক্রান্তরা।

এদিকে উত্তরীয় হিমেল হাওয়ায় শীতের তীব্রতা বৃদ্ধি পাওয়ায়  কাহিল হয়েছে পড়েছে  চরাঞ্চলের বিভিন্ন শ্রেনী পেশার  মানুষ। শীত ও কনকনে ঠান্ডা কাজে যেতে না পারায় কষ্টে পড়েছে  শ্রমজীবিরা। এ দিকে আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে  তাপমাত্রা আরও কয়েকদিন এমন থাকবে। এছাড়া এ মাসে আরও একটি শৈত্যপ্রবাহ কুড়িগ্রাম জেলার উপর দিয়ে বয়ে যেতে পারে।