• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ১৮-৫-২০২৫, সময়ঃ বিকাল ০৫:৩৫

রাজা বিরাটের মেলার উৎপত্তি যেভাবে



গোপাল মোহন্ত, গোবিন্দগঞ্জ►

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা থেকে ১৫ কিলোমিটার পশ্চিমে রাজাহার ইউনিয়নে অবস্থিত রাজা বিরাটের এ ঐতিহাসিক মেলার অবস্থান। প্রাচীনকাল থেকে শুরু হওয়া রাজা বিরাট মেলা হিন্দু সম্প্রদায়ের কাছে একটি পবিত্র তীর্থক্ষেত্র হিসেবে বিশেষভাবে গুরুত্বপূর্ণ। প্রতিবছর দেশ-বিদেশ থেকে ধর্মপ্রাণ হিন্দু ধর্মাবলম্বীরা এই মেলায় অংশ নেন। বৈশাখ মাসের প্রতি রবিবার এখানে মেলা বসে। 

প্রথা অনুযায়ী, দূর-দূরান্ত থেকে আসা তীর্থযাত্রীরা নতুন মাটির হাঁড়িতে ভাতের সঙ্গে করলা ও আলু সিদ্ধ করে সবাই একসাথে শতবর্ষী বটগাছের নিচে বসে সেই অন্ন গ্রহণ করেন এবং পরে হাঁড়িটি ভেঙে ফেলেন।