• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ১৯-৪-২০২৪, সময়ঃ সন্ধ্যা ০৬:২৮

রাজশাহীতে সর্বজনীন পেনশন মেলা শুরু



রাজশাহী সংবাদদাতা

রাজশাহীতে পেনশন কর্মসূচির প্রতি জনগণকে আগ্রহী করে তুলতে প্রথমবারের মতো বিভাগীয় পর্যায়ে সর্বজনীন পেনশন মেলা শুরু হয়েছে।

সেই লক্ষ্যে আজ শুক্রবার (১৯ এপ্রিল) সকালে নগরীর হাজি মুহাম্মদ মুহসিন সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে মেলার উদ্বোধন ঘোষণা করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্যসচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া।

এসময় তিনি বলেন, বাংলাদেশ অর্থনীতির দিক থেকে এক অনন্য উচ্চতায় পৌঁছে গেছে। দেশের সব মানুষের ভবিষ্যতের কথা বিবেচনা করে এই পেনশন স্কিম করেছে সরকার। এ স্ক্রিমের আওতায় দেশের সব ধরনের নাগরিকে যুক্ত করা হচ্ছে। দেশের সাধারণ মানুষের ভালো সারা মিলছে বল উল্লেখ করেন তিনি। 

উদ্বোধন শেষে মেলার স্টল পরিদর্শন করেন অতিথিরা। এরপর কারা প্রশিক্ষণ অডিটরিয়ামে রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ের আয়োজনে সার্বজনীন পেনশন স্কিম সংক্রান্ত কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

কর্মশালায় বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্যসচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া।

এসময় বিশেষ অতিথি ছিলেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শেখ মোহাম্মদ সলীম উল্লাহ, মাইক্রোক্রেডি রেগুলেটরি অথরিটির এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান সফিউল্লাহ, এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক মো. সাইদুর রহমান, জাতীয় পেনশন কর্তৃপক্ষের মহাপরিচালক মো. আহসান কিবরিয়া সিদ্দিকী।

কর্মশালায় সার্বজনীন পেনশন স্কিম সংক্রান্ত মূলপ্রবন্ধ উপস্থাপন করেন জাতীয় পেনশন কর্তৃপক্ষের সদস্য মো. গোলাম মোস্তফা।