• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ৮-৩-২০২৪, সময়ঃ সন্ধ্যা ০৬:৫৩

রংপুরে লিটলম্যাগ মেলা ও কবিতা উৎসবের উদ্বোধন



রংপুর সংবাদদাতা

রংপুরে লিটলম্যাগ মেলা ও কবিতা উৎসব শুরু হয়েছে। আজ শুক্রবার (৮ মার্চ) দুপুরে টাউন হল চত্বরে লিটলম্যাগ মেলা ও কবিতা উৎসবের উদ্বোধন করেন রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোঃ মোস্তাফিজার রহমান। 

সামাজিক সংগঠন ‘ফিরেদেখা’র উদ্যোগে অনুষ্ঠিত এই মেলায় ২৪টি স্টল স্থান পেয়েছে। শনিবার (৯ মার্চ) সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে এই উৎসবের সমাপ্তি ঘটবে।

মেলা ও কবিতা উৎসবের উদ্বোধন শেষে রংপুর সিটি কর্পোরেশনের মেয়র বলেন, সাহিত্যের সমৃদ্ধিতে লিটল ম্যাগাজিনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অবহেলা নয়, সাহিত্য রচনায় উদীয়মান লেখকদের উৎসাহিত করা উচিত। সাহিত্যচর্চার বিষয়ে তিনি বলেন, ঐতিহ্য ও সংস্কৃতিকে টিকিয়ে রাখতে সাহিত্যচর্চার বিকল্প নেই। এই ধরনের মেলা মানুষকে সাহিত্যচর্চায় উদ্বুদ্ধ করবে।

অনুষ্ঠানে লেখক, জনপ্রতিনিধি, সাংবাদিক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।