- মাধুকর প্রতিনিধি
- তারিখঃ ২৫-১১-২০২৩, সময়ঃ রাত ০৭:৪০
রংপুরে বামজোটের মিছিলে পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ
রংপুর প্রতিনিধি►
রংপুরে বাম গণতান্ত্রিক জোটের বের হওয়া মিছিলে পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ উঠেছে। এ সময় ৫জন আহত হয়েছেন বলে জানা গেছে।
শনিবার (২৫ নভেম্বর) বিকেলে সরকারের পদত্যাগ দাবিতে বের হওয়া মিছিলে এ ঘটনা ঘটে। তবে পুলিশ লাঠিচার্জের বিষয়টি অস্বীকার করেছে।
বিকেল ৫টার দিকে প্রেসক্লাব চত্বর থেকে জেলা বামজোট তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনসহ ৪ দফা দাবিতে মিছিল নিয়ে টাউন হলের দিকে যাচ্ছিলো। পথে ভাঙা মসজিদ এলাকায় পৌঁছালে পুলিশ মিছিলে বাধা দেয়। এ সময় দু’পক্ষের মধ্যে ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে পুলিশের লাঠিচার্জ করলে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। লাঠিচার্জে সিপিবি’র রংপুর জেলা শাখার সাধারণ সম্পাদক কাফি সরকার, বাসদ সভাপতি আব্দুল কুদ্দুস, রোকেয়া বিশ্ববিদ্যালয় ছাত্রফ্রন্টের সভাপতি রীনা মুর্মুসহ ৫জন আহত হন।
এ ব্যাপারে ছাত্রফ্রন্ট নেত্রী রীনা মুর্মু বলেন, আমরা মিছিল করার বিষয়ে আগে পুলিশকে অবহিত করেছি। তারপরও পুলিশ বেধড়ক লাঠিচার্জ করেছে। এসময় আমিসহ আমাদের এক নারীনেত্রীকেও পুলিশ মেরেছে।
এবিষয়ে রংপুর মহানগর পুলিশের উপ-কমিশনার (অপরাধ) আবু মারুফ হোসেন বলেন, অনুমতি না থাকায় তাদের ছত্রভঙ্গ করে দেয়া হয়েছে। মিছিলে কোনো লাঠিচার্জ করা হয়নি।