- মাধুকর প্রতিনিধি
- তারিখঃ ১-২-২০২৩, সময়ঃ সন্ধ্যা ০৬:২৪
রংপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত
মাধুকর ডেস্ক ►
রংপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় অ্যাম্বুলেন্স ও ট্রাকচাপায় দু'জন নিহত হয়েছেন। এরমধ্যে একজন নারী ও একজন শিশু রয়েছে। বুধবার নগরীর শীতল কমিউনিটি সেন্টারের পাশে এবং অন্যটি হারাগাছ পৌরসভার বানুপাড়া শহীদ ভাটা এলাকায় এ দুর্ঘটনা দুটি ঘটে।
নিহত শিশুর নাম আমিরা খাতুন মাইরা (৪)। সে রংপুর নগরীর ধাপ এলাকার রাসেল আহমেদের মেয়ে। সে স্থানীয় বিএম স্কুলের প্লে গ্রুপের শিক্ষার্থী। অন্যদিকে ট্রাকচাপায় নিহত রাবেয়া বেগম (৫৭) রংপুর সিটি করপোরেশনের ৮ নম্বর ওয়ার্ডের তপোধন শহীদ আবাসন এলাকার প্রয়াত বীর মুক্তিযোদ্ধা জাহিদুল ইসলামের স্ত্রী।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুপুরে স্কুল থেকে বাড়ি ফেরার পথে শীতল কমিউনিটি সেন্টারের কাছে অ্যাম্বুলেন্স চাপা দিলে ঘটনাস্থলেই সে মারা যায়। পুলিশ অ্যাম্বুলেন্স চালক রিফাত হোসেনকে গ্রেপ্তারসহ অ্যাম্বুলেন্সটি জব্দ করেছে। এ বিষয়ে ধাপ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহামুদুল হাসান বলেন, এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।
অন্যদিকে, সকাল ৭টার দিকে নিহত রাবেয়া বেগম হারাগাছ-রংপুর সড়কে হেঁটে যাচ্ছিলেন। এ সময় রংপুরগামী বালুভর্তি একটি ট্রাক ওই নারীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। বিষয়টির সত্যতা নিশ্চিত করে হারাগাছ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম জানান, ট্রাক ও তার চালককে আটক করা যায়নি। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।