- মাধুকর প্রতিনিধি
- তারিখঃ ২৮-৪-২০২৩, সময়ঃ সকাল ১০:২১
রংপুরে চার সাংবাদিকের ওপর হামলা, গ্রেফতার ২
রংপুর সংবাদদাতা ►
পেশাগত দায়িত্ব পালনকালে রংপুরের গঙ্গাচড়া উপজেলায় এশিয়ান টেলিভিশনের বিভাগীয় প্রতিনিধি বাদশাহ ওসমানীসহ চার সাংবাদিক হামলার শিকার হয়েছেন। এ ঘটনায় দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার উপজেলার লক্ষ্মীটারী ইউনিয়নের চল্লিশ সাল চরসংলগ্ন এলাকায় সাংবাদিকদের ওপর হামলার ঘটনা ঘটে।
এতে আহত অন্যরা হলেন সাংবাদিক একেএম সুমন মিয়া, এশিয়ান টেলিভিশনের ক্যামেরাপারসন আরিফুল ইসলাম ও রাকিবুল ইসলাম। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন বাদশাহ ওসমানী। আহত অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
হামলার ঘটনায় বাদশাহ ওসমানী বাদী হয়ে হামলাকারী লুলু মিয়া, তার ছেলে রাজু মিয়াসহ অজ্ঞাত আরও ১০-১২ জনকে আসামি করে মামলা করেছেন। মামলার পর লুলু মিয়া ও দুলাল হোসেন নামে দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ।
এজাহার সূত্রে জানা গেছে, বুধবার বিকেলে গঙ্গাচড়ার মহিপুরে তিস্তা নদীর চরে চাষ হওয়া ভুট্টাক্ষেতের সচিত্র প্রতিবেদনের জন্য যান বাদশাহ ওসমানীসহ চার সাংবাদিক। সেখানে ভিডিও ধারণ ও প্রয়োজনীয় তথ্য সংগ্রহ শেষে ফিরছিলেন তাঁরা।
এ সময় লুলু মিয়া, তার ছেলে রাজু মিয়াসহ অজ্ঞাত কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে পেছন দিক থেকে তাঁদের ওপর হামলা চালায়। তাঁদের এলোপাতাড়িভাবে মারধর করে আহত করার পাশাপাশি ক্যামেরা, লাইভ ডিভাইস ও ওয়্যারলেস মাইক্রোফোন ভাঙচুর করে ছিনিয়ে নেয়। এ ছাড়া ওই এলাকায় ফের তথ্য সংগ্রহের জন্য গেলে তাঁদের প্রাণনাশের হুমকিও দেয় হামলাকারীরা।
গঙ্গাচড়া মডেল থানার ওসি দুলাল হোসেন জানান, ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় দু’জনকে গ্রেফতার করা হয়েছে। অন্যদেরও গ্রেফতারের চেষ্টা চলছে।