• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ১২-৫-২০২৪, সময়ঃ রাত ০৯:১৫

রংপুর রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার গাইবান্ধার কামাল হোসেন



নিজস্ব প্রতিবেদক

অপরাধ দমন, মাদক ও অস্ত্র উদ্ধারসহ সার্বিক বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জন করায় রংপুর রেঞ্জে শ্রেষ্ঠ পুলিশ সুপার (এসপি) নিবার্চিত হয়েছেন গাইবান্ধার এসপি কামাল হোসেন। 

আজ রবিবার (১২ মে) গাইবান্ধা পুলিশ সুপার কার্যালয় থেকে এ বিষয়টি জানানো হয়।

এর আগে শনিবার (১১ মে) রংপুর রেঞ্জ কার্যালয়ের হলরুমে অনুষ্ঠিত মাসিক অপরাধ পর্যালোচনা সভার সভাপতি রেঞ্জ ডিআইজ আব্দুল বাতেন গাইবান্ধা পুলিশ সুপার কামাল হোসেনকে শ্রেষ্ঠ পুলিশ সুপারের সম্মাননা স্মারক প্রদান করেন।

জানা যায়, রংপুর রেঞ্জের ৮ জেলার মধ্যে গাইবান্ধা জেলার পুলিশ সুপার কামাল হোসেন কর্তৃপক্ষের সার্বিক দিক-নির্দেশনা ও তত্ত্বাবধানে অপরাধ দমন, মাদক ও অস্ত্র উদ্ধার, তালিকাভুক্ত মাদক কারবারি গ্রেফতার, চাঞ্চল্যকর মামলার রহস্য উদঘাটন, ওয়ারেন্ট তামিল, ট্রাফিক ব্যবস্থাপনা, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, মামলা নিষ্পত্তি, নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্কে সেবা প্রদানসহ সার্বিক বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জন করায় শ্রেষ্ঠ পুলিশ সুপার হিসেবে নির্বাচিত হন।

এ সময় উপস্থিত ছিলেন - রংপুর রেঞ্জ কমান্ড্যান্ট (অ্যাশিনাল ডিআইজি), অ্যাডিশনাল ডিআইজি (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স), অ্যাডিশনাল ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট), রেঞ্জ অফিসের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা।

গাইবান্ধা পুলিশ সুপার (এসপি) কামাল হোসেন বলেন, জেলা পুলিশ সদস্যদের সার্বিক সহযোগিতায় এ অর্জন সম্ভব হয়েছে। আর এই অর্জন আমার একার না, এটি গাইবান্ধাবাসীর। এজন্য সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।