• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ৩১-১-২০২৩, সময়ঃ বিকাল ০৪:৩৯

রংপুর মেরিন একাডেমিতে প্যারেন্টস মিটিং অনুষ্ঠিত



পীরগঞ্জ(রংপুর) প্রতিনিধি ►

রংপুরের পীরগঞ্জস্থ রংপুর মেরিন একাডেমির ৩য় ব্যাচের শিক্ষাথীদের ভর্তি উপলক্ষে শিক্ষার্থীদের অবিভাবকদের অংশ গ্রহনে এক প্যারেন্টস মিটিং অনুষ্ঠিত হয়েছে। 

আজ মঙ্গলবার দুপুরের পুর্বে রংপুর মেরিন একাডেমির কমান্ডেন্ট ক্যাপ্টেন শফিকুল ইসলাম সরকার (জি)পিএ,সিবি,এন এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বক্তব্য রাখেন রংপুর মেরিন একাডেমির প্রধান শিক্ষা কর্মকর্তা লে.জেনারেল মশিউর রহমান, প্রকৌশলী আলফাজুর রহমান, ক্যাপটেন নাজমুল সাকির ও ক্যাপ্টেন সফিকুল ইসলাম প্রমুখ। এর আগে পবিত্র কোরান তেলওয়াত ও রংপুর মেরিন একাডেমির শিক্ষা কার্য্যক্রম নিয়ে ভিডিও প্রদর্শন করা হয়। 

মিটিং এ রংপুর মেরিন একাডেমির কমান্ডেন্ট ক্যাপটেন শফিকুল ইসলাম সরকার (জি)পিএসিবিএন অবিভাবকদের আশ^স্থ করে তার বক্তব্যে বলেন , আপনাদের সন্তানদের উজ্জল ভবিষ্যৎ গঠনের ক্ষেত্রে নিশ্চিত থাকবেন। আমরা সার্বক্ষণিক শিক্ষার্থীদের পাশে থেকে শিক্ষা ক্ষেত্রে সব ধরনের সহযোগিতা দিতে বদ্ধপরিকর। উক্ত মিটিং এ দেশের বিভিন্ন স্থান থেকে আগত শিক্ষার্থী ও অবিভাবকগন তাদের মতামত তুলে ধরেন। সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, রংপুর মেরিন একাডেমির ৩য় ব্যাচে এবারে ৫০ জন শিক্ষার্থী ভর্তি করা হয়েছে।