- মাধুকর প্রতিনিধি
- তারিখঃ ১৮-৭-২০২৩, সময়ঃ সকাল ০৯:২০
যাদুরচরের সড়কের বেহাল দশা
রৌমারী সংবাদদাতা ►
রৌমারী উপজেলার যাদুরচর ইউনিয়নের লালকুড়া এলাকা থেকে খেওয়ারচর বাজার সড়কের বেহাল অবস্থা। সড়কটি পাকাকরণের দাবিতে বিােভ মিছিল ও মানববন্ধনও করেন এলাকাবাসী।
উপজেলার যাদুরচর ইউনিয়নের লালকুড়া এলাকার সবুরের খেয়াঘাট থেকে বিক্রিবিল হয়ে খেওয়াচর বাজার এলাকা পর্যন্ত তিন কিলোমিটার সড়ক। এ সড়কজুড়ে বড় বড় গর্ত। দেখে মনে হয় যেন হাল চাষ করা হয়েছে। ফলে চরম দুর্ভোগে পড়েছেন খেয়ারচর, লাঠিয়ালডাঙ্গা, চরলাঠিয়ালডাঙ্গা, বকবান্দা, ঝাউবাড়ি, দুবলাবাড়ি ও বিক্রিবিলসহ ১৫টি গ্রামের মানুষ।
এ ছাড়াও উৎপাদিত কৃষিপণ্য বিভিন্ন হাট-বাজারে নিতে না পারায় তির মুখে পড়ছেন ওইসব এলাকার কৃষক। বিশেষ করে ওইসব এলাকার কোনো মানুষ অসুস্থ হয়ে পড়লে তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া দুষ্কর হয়ে পড়ে।
যাদুরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরবেশ আলীর দাবি, দীর্ঘদিন ধরে এ সড়কের খুবই খারাপ অবস্থা। বিষয়টি নিয়ে তিনি মাসিক সমন্বয় সভায় তুলে ধরেছেন এবং বিভিন্ন দপ্তরেও জানানো হয়েছে।
বিষয়টি জানতে রৌমারী উপজেলা প্রকৌশলী মামুনুর রহমানের মোবাইল ফোনে একাধিকবার কল করলে রিসিভ করেননি। তবে উপসহকারী প্রকৌশলী ইমন চৌধুরী জানান, সড়কটি এলজিইডির গেজেটভুক্ত ও আইডি নম্বর এখনও হয়নি। এ কারণে ওই সড়কের কাজ করা যাচ্ছে না। তবে সড়কের আইডি নম্বরের জন্য প্রস্তাবনা পাঠানো হয়েছে বলেও জানান তিনি।