• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ২-৯-২০২৩, সময়ঃ রাত ০৮:২৩

মোহনার ১৫৭তম সংগীতানুষ্ঠান



মোদাচ্ছেরুজ্জামান মিলু►

গাইবান্ধা জেলার নিয়মিত মাসিক সাংস্কৃতিক অনুষ্ঠান মোহনা শুক্রবার সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এবারে গান গেয়েছেন রংপুরের শাহজাদা পারভেজ এবং জয়পুরহাটের তাজরিন তামান্না এশা।

শুরুতে জনপ্রিয় উপস্থাপক শিরিন আকতারের উপস্থাপনায় আমাদের মাঝে থেকে গুণি ব্যক্তি যারা না ফেরার দেশে চলে গেছেন তাদের উদ্দেশ্যে শ্রদ্ধা জানিয়ে সকলে দাঁড়িয়ে নিরবতা পালন করেন।

মোহনার পক্ষে শিল্পীদের ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করে নেন বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব ফারুক শিয়ার চিনু এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব ভবানী প্রসাদ ভট্টাচার্য।

পারভেজ গান গেয়েছেন কিশোর কুমার, খন্দকার ফারুক আহমেদ, মাহামুন্নবী এবং আব্দুল জব্বারের মোট ৬টি গান এবং এশা গেয়েছেন আরতি মুখোপাধ্যায়, লতা মুঙ্গেশকর, সামিনা চৌধুরী, আবিদা সুলতানার মোট ৬টি গান। এছাড়াও দুজনে মিলেএকটি ডুয়েট গান পরিবেশন করেন। সংগীত শেষে মোহনার পক্ষে শিল্পীদের ক্রেস্ট প্রদান করা হয়।

যন্ত্র সংগীতে ছিলেন তবলায় মাহমুদ সাগর মহব্বত, কি-বোর্ডে এসএম স্বাধীন, ডে মানিক বর্মন এবং গিটারে তানভির মাহতাব।

  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ৩-৯-২০২৩, সময়ঃ সকাল ০৯:৫২

মোহনার ১৫৭তম সংগীতানুষ্ঠান



মোদাচ্ছেরুজ্জামান মিলু►

গাইবান্ধা জেলার নিয়মিত মাসিক সাংস্কৃতিক অনুষ্ঠান মোহনা শুক্রবার সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এবারে গান গেয়েছেন রংপুরের শাহজাদা পারভেজ এবং জয়পুরহাটের তাজরিন তামান্না এশা।

শুরুতে জনপ্রিয় উপস্থাপক শিরিন আকতারের উপস্থাপনায় আমাদের মাঝে থেকে গুণি ব্যক্তি যারা না ফেরার দেশে চলে গেছেন তাদের উদ্দেশ্যে শ্রদ্ধা জানিয়ে সকলে দাঁড়িয়ে নিরবতা পালন করেন।

মোহনার পক্ষে শিল্পীদের ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করে নেন বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব ফারুক শিয়ার চিনু এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব ভবানী প্রসাদ ভট্টাচার্য।

পারভেজ গান গেয়েছেন কিশোর কুমার, খন্দকার ফারুক আহমেদ, মাহামুন্নবী এবং আব্দুল জব্বারের মোট ৬টি গান এবং এশা গেয়েছেন আরতি মুখোপাধ্যায়, লতা মুঙ্গেশকর, সামিনা চৌধুরী, আবিদা সুলতানার মোট ৬টি গান। এছাড়াও দুজনে মিলেএকটি ডুয়েট গান পরিবেশন করেন। সংগীত শেষে মোহনার পক্ষে শিল্পীদের ক্রেস্ট প্রদান করা হয়।

যন্ত্র সংগীতে ছিলেন তবলায় মাহমুদ সাগর মহব্বত, কি-বোর্ডে এসএম স্বাধীন, ডে মানিক বর্মন এবং গিটারে তানভির মাহতাব।