- মাধুকর প্রতিনিধি
- তারিখঃ ১৯-৭-২০২৩, সময়ঃ রাত ০৯:০৬
মেয়েদের ফুটবল বিশ্বকাপের পর্দা উঠছে বৃহস্পতিবার
মাধুকর ডেস্ক►
৩২ দলের অংশগ্রহণে বৃহস্পতিবার (১৯ জুলাই) থেকে শুরু হচ্ছে মেয়েদের বিশ্বকাপ ফুটবলের নবম আসর। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে যৌথ আয়োজনে মাসব্যাপী টুর্নামেন্টের সেমিফাইনাল ও ফাইনালসহ মোট ৬৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রথম দিনে দুটি খেলা অনুষ্ঠিত হবে।
উদ্বোধনী খেলায় অকল্যান্ডে স্বাগতিক নিউজিল্যান্ডের মুখোমুখি হবে নরওয়ে। হোম কিন্ডশনের সুবিধা কাজে লাগিয়ে জয় দিয়ে দিয়ে আসর শুরু করতে চায় কিউরা।
অন্যদিকে, ফিফা র্যাংকিংয়ে কিউদের চেয়ে ১৪ ধাপ এগিয়ে নরওয়ে। জয় দিয়ে আসরের শুভ সূচনা করার লক্ষ্য তাদেরও। খেলা শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ১টা। অন্যদিকে, সিডনিতে দ্বিতীয় খেলায় স্বাগতিক অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে আয়ারল্যান্ড। খেলা শুরু হবে বিকাল ৪ টায়।