- মাধুকর প্রতিনিধি
- তারিখঃ ৮-২-২০২৪, সময়ঃ সকাল ০৯:৫৭
মিয়ানমারের কমেছে গোলাগুলি, বাংলাদেশে আরও ৬৪ জনের অনুপ্রবেশ
মাধুকর ডেস্ক ►
মিয়ানমার সীমান্তে কিছুটা কমেছে গোলাগুলি। মিয়ানমারের সীমান্তরী বাহিনীকে পরাস্ত করে আরাকান আর্মি সীমান্তে তাদের ক্যাম্প দখল করে নিয়েছে। নিয়ন্ত্রণে নেওয়ার সময় প্রচণ্ড গোলাগুলি হয়েছে। এদিকে মিয়ানমার থেকে বাংলাদেশে আরও ৬৪ জন বিজিপির সদস্য অনুপ্রবেশ করেছে।
গতকাল দুপুর দেড়টার দিকে টেকনাফের হোয়াইক্যং সীমান্ত দিয়ে তারা ঢুকেছে। এ নিয়ে মিয়ানমার থেকে আসা বিজিপি, শুল্ক কর্মকর্তাসহ বিভিন্ন সংস্থার সদস্য দাঁড়াল ৩২৮-এ। এমনকি বিজিপির একটি ব্যাটালিয়নের অধিনায়কও পালিয়ে বাংলাদেশে ঢোকেন। তিনি লে. কর্নেল পদমর্যাদার। সীমান্তে অস্থিরতার কারণে আগামী শনিবার অনির্দিষ্টকালের জন্য টেকনাফ থেকে সেন্টমার্টিন অভিমুখে জাহাজ চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে।
তুমব্রু এলাকার সীমান্ত-লাগোয়া জনপদে বাস করেন এমন ১৫ জনের সঙ্গে গতকাল কথা বলেছে সমকাল। তাদের একই ভাষ্য, আরাকান আর্মি মিয়ানমার সীমান্তে বিজিপির কাছ থেকে ক্যাম্পের দখল পুরোপুরি নিয়ে গেছে। এ কারণে গোলাগুলির মাত্রা কমেছে। এখন হয়তো জান্তা সরকার নিয়ন্ত্রণ পুনঃপ্রতিষ্ঠার জন্য নতুন কোনো কৌশল নিতে পারে। তবে মিয়ানমারের সীমান্তরেখা সরকারি বাহিনীর হাতে নেই। নাই্যংছড়ির ওপারে মিয়ানমারের যে সীমানারেখা থেকে শুরু করে টেকনাফের আগে হোয়াইক্যং সীমান্তের ওপার পর্যন্ত নিয়ন্ত্রণ বিদ্রোহীরা নিয়েছে। এখন তারা টেকনাফের ওপারে মিয়ানমারের সীমানা ধরে এগোচ্ছে।
কৃষক শামসুল আলম বলেন, নাসাকা বাহিনী আর আরাকান আর্মির পোশাক আলাদা। কয়েক দিন ধরে সীমান্তের ওপারে বিজিপি ক্যাম্পে আরাকান আর্মির পোশাকে অনেককে অবস্থান নিতে দেখা গেছে। নাসাকার কারও দেখা নেই।
এর আগে গতকাল সকালে মিয়ানমার সীমান্তের এ পরিস্থিতিতে সার্বিক নিরাপত্তা বিবেচনায় সংশ্লিষ্ট কর্তৃপকে সেন্টমার্টিন রুটে জাহাজ চলাচল বন্ধ রাখার পরামর্শ দেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী।