- মাধুকর প্রতিনিধি
- তারিখঃ ১-৬-২০২৩, সময়ঃ বিকাল ০৫:৩৫
মালিবাড়ীতে গাছ কাটা নিয়ে মারামারি, মহিলাসহ আহত-৩
নিজস্ব প্রতিবেদক ►
গাইবান্ধায় বিরোধপূর্ণ জমির গাছ কাটা নিয়ে দু’পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এতে মহিলাসহ ৩ জন আহত হয়। আহতরা গাইবান্ধা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। বুধবার বিকেলে সদর উপজেলার কিশামত মালিবাড়ীতে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, কিশামত মালিবাড়ী গ্রামের আবু বক্কর সিদ্দিক (৫৫) সঙ্গে একই এলাকার মাস্টারপাড়া গ্রামের সাইদুর রহমান (৪২) গংদের সাথে দীর্ঘদিন ধরে জমিজমা সংক্রান্ত বিষয়ে শক্রতাসহ মনোমালিন্য চলছিলো। গত মঙ্গলবার সন্ধ্যায় আমার ভাই আব্দুল মান্নান বসতবাড়ীর সীমানায় ইউক্লিপটার্চ গাছের চারা রোপণ করেন। এর কিছুখন পরেই সাইদুর রহমান, সাদেকুর রহমানদ্বয় গাছের চারাগুলি তুলে ফেলে দেয়। সে সময় লোকজন বাঁধা দিলে ভয়ভীতি দেখিয়ে তারা চলে যায়।
আবু বক্কর সিদ্দিক জানায়, বুধবার দুপুরে সাইদুর রহমান, সাদেকুর রহমানদ্বয়ের লোকজন লাঠি, লোহার রড, দা, ধারালো ছোরাসহ দলবদ্ধ হয়ে বসতবাড়ীতে হামলা চালায়। এসময় আমার বড় ভাই আব্দুল মান্নান ও ছোট ভাইয়ের স্ত্রী মোছা: মিনারা বেগম, তার স্বামী আব্দুল হামিদদ্বয় বাঁধা দিতে গেলে তাদের এলোপাথারী মারপিটের কারণে আহত হন।
আহত মোছা: মিনারা বেগম জানায়, জোরপূর্বক তাদের জমি থেকে গাছ কাটার সময় বাধা দিলে প্রতিপক্ষ সাইদুর রহমানসহ তার লোকজন আমাকে রড দিয়ে পিটিয়ে আহত করে। আমার ভাসুর আব্দুল মান্নান ও স্বামী আব্দুল হামিদকেও আহত অরস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। আমার গলায় থাকা আনা ওজনের একটি স্বর্ণের চেইন টান দিয়ে ছেরে নেয়।
এসব বিষয় নিয়ে সাইদুর রহমানের সাথে যোগাযোগ করে তার কোন বক্তব্য পাওয়া যায়নি। এ ঘটনায় আবু বক্কর সিদ্দিক বাদী হয়ে বুধবার রাতে গাইবান্ধা সদর থানায় ৬ জনকে আসামী করে একটি এজাহার দায়ের করেছেন। এ ব্যাপারে সদর থানা এসআই জাকারিয়া জানান, এ ঘটনায় একটি অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করা হচ্ছে।