• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ১-১০-২০২৩, সময়ঃ সকাল ১০:৪০

মালদ্বীপের নতুন প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জো



মাধুকর ডেস্ক►

মালদ্বীপের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন বিরোধী দল পিপলস ন্যাশনাল কংগ্রেসের নেতা মোহাম্মদ মুইজ্জো। শনিবার রানঅফ নির্বাচনে তিনি বর্তমান প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সোলিহকে হারিয়েছেন।

দ্বিতীয় দফায় ৫৪ শতাংশ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তিনি। আর প্রেসিডেন্ট ইব্রাহিম সোলিহ পেয়েছেন ৪৬ শতাংশ ভোট। গত ৯ সেপ্টেম্বর মালদ্বীপে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়।

তবে প্রথম ধাপে কোনো প্রার্থী এককভাবে ৫০ শতাংশ ভোট না পাওয়ায় দ্বিতীয় দফা নির্বাচন অনুষ্ঠিত গড়ায়। আগামী ১৭ই নভেম্বর দেশটির নতুন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেবেন তিনি।

পর্যবেক্ষকরা মনে করছেন, চীন ও ভারতের সঙ্গে মালদ্বীপের সম্পর্কের ক্ষেত্রে এ নির্বাচন তাৎপর্যপূর্ণ প্রভাব ফেলবে।

মোহামেদ মুইজ্জু নির্বাচনের আগে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে, প্রেসিডেন্ট হতে পারলে মালদ্বীপে ভারতের প্রভাব কমাবেন। এ ছাড়া দেশটিতে যে অল্প সংখ্যক ভারতীয় সেনা মোতায়েন রয়েছে তাদের বের করে দেবেন তিনি।

প্রসঙ্গত, গত ৯ সেপ্টেম্বর মালদ্বীপে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। তবে, সেদিন এককভাবে কোনো প্রার্থী ৫০ শতাংশের বেশি ভোট পাননি। তাই দ্বিতীয় দফায় (রানঅফ) গড়ায় এ নির্বাচন।