- মাধুকর প্রতিনিধি
- তারিখঃ ২৭-১০-২০২৩, সময়ঃ বিকাল ০৫:৪৪
মাদকমুক্ত সমাজ গড়তে ফুলছড়িতে ক্রিকেট টুর্নামেন্ট
ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধি►
যুবসমাজকে মাদকের ভয়াবহ থাবা থেকে সরিয়ে রাখতে ও খেলাধুলার প্রতি যুবকদের উদ্বুদ্ধ করতে গাইবান্ধার ফুলছড়িতে ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। আজ শুক্রবার (২৭ অক্টোবর) বিকেলে উপজেলার উদাখালী ইউনিয়নের হাসপাতাল সংলগ্ন মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের সাবেক কোষাধ্যক্ষ অনিক হাসান টিটু।
এ টুর্নামেন্টে মোট ৮টি দল অংশগ্রহণ করছে।
স্থানীয় যুব সমাজের আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রংপুর কমিউনিটি মেডিকেল কলেজের প্রভাষক, এলাকার কৃতি সন্তান ডা: জীবন কৃষ্ণ দাশ।
বীরমুক্তিযোদ্ধা আব্দুস সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন, টুর্নামেন্টের আয়োজক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের ছাত্র রুহুল আমিন, ঢাকা তিতুমীর কলেজের ছাত্র জীবন ও শহিদুল ইসলাম, স্থানীয় যুবক হিরু প্রধান, জামাল মিয়া, গোবিন্দ বর্মন, ইউসুফ আলী প্রমুখ।
বক্তারা বলেন, খেলাধুলা যুব সমাজকে মাদক থেকে দূরে রাখে। সমাজের মানুষের মাঝে ভ্রাতৃত্বের বন্ধন সৃষ্টি করে। সেই সাথে শিক্ষার্থীরা পড়ালেখার প্রতি মনোযোগী হয়ে দেশের সুনাগরিক হিসেবে বেড়ে ওঠে। যুব সমাজকে বিনোদন দিতে ও মাদক থেকে সরিয়ে রাখতে শর্টপিছ ক্রিকেট টুর্নামেন্টের মতো এমন প্রতিযোগিতার আয়োজন করাটা সত্যিই প্রশংসনীয়। এর ফলে মানসিক ও শারীরিকভাবে সুস্থ সমাজ গড়ে উঠবে।
অনেক দিন পর ক্রিকেট প্রতিযোগিতা দেখতে এসে উচ্ছ্বসিত দর্শকরা। নিয়মিত খেলাধুলার মতো এমন সুস্থ বিনোদন আয়োজনের দাবি তাদের।