• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ২৪-৭-২০২৩, সময়ঃ সকাল ০৯:২৩

মা ফিরে পেলো ৫২ বছর পর ছেলেকে 



নীলফামারী সংবাদদাতা ►

মা ফিরে পেলো ৫২ বছর পর হারানো ছেলেকে। ছেলে শমসের আলীকে পেয়ে খুব খুশি মা সবেজান বেগম। এঘটনায় এলাকার মানুষকে আনন্দ দিয়েছে, তেমনি কাঁদিয়েছেও সবাইকে।

নীলফামারীর সৈয়দপুর উপজেলার বাঙালিপুর ইউনিয়নের লক্ষ্মণপুর-কদমতলীর বাড়াইশালপাড়া গ্রামে শমসেরের বাড়ি। তার বাবা বজর মামুদ ২০ বছর আগে মারা গেছেন। অভাবের তাড়নায় খাবার না পেয়ে ৫২ বছর আগে বাড়ি থেকে রাগ করে বের হন ১০ বছরের শমসের। এরপর দিনাজপুরের পার্বতীপুরে একটি হোটেলে শ্রমিক হিসেবে কাজ করেন দুই বছর। সেখান থেকে চলে যান পুরান ঢাকার কলতাবাজার এলাকায়। সেখানে গিয়ে কয়েক বছর হোটেলে কাজ করেছেন তিনি। পরে রিকশা চালান। থাকতেন রিকশার গ্যারেজে। 

দুই বছর আগে শমসেরের ছোট ভাই আব্দুল মোতালেব হোসেন ঢাকায় গিয়ে রিকশা চালাতে শুরু করেন। সম্প্রতি আব্দুল মোতালেবের সঙ্গে পুরান ঢাকায় দেখা হয় শমসেরের। প্রথমে চিনতে না পারলেও কথাবার্তার একপর্যায়ে একে-অপরের মধ্যে পরিচয় দেন। এসময় নিশ্চিত হন যে তারা আপন ভাই। পরে আব্দুল মোতালেব বাড়িতে ভাই শমসেরকে ফিরিয়ে আনেন বলে জানান পরিবারের লোকজন।
 
শমসেরের মা সবেজান বেগম বলেন, অনেক খোঁজাখুঁজির পর ছেলের সন্ধান না পেয়ে দীর্ঘ ৫২ বছর ধরে চোখের পানি ফেলেছি। কিন্তু এতোদিন পর হলেও সৃষ্টিকর্তা ছেলেকে আমার কাছে ফিরিয়ে দিয়েছেন। আমার যে কতো আনন্দ হচ্ছে, তা বোঝাতে পারব না। 

শমসের বলেন, আমার পরিবারের সঙ্গে দেখা হয়েছে। ভেবেছিলাম, মা-বাবা কেউই বেঁচে নেই। এতোদিন পর মায়ের সঙ্গে দেখা। জীবনের সবচেয়ে খুশির মুহূর্ত এটি। তবে কষ্ট হচ্ছে বাবার সঙ্গে সাাৎ হলো না।