• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ১৪-৭-২০২৩, সময়ঃ বিকাল ০৫:৫৩

মহিমাগঞ্জে টিসিবি’র পণ্য বিক্রয়ের উদ্বোধন



মহিমাগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি ►

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের আড়াই হাজার সুবিধাভোগীর মাঝে টিসিবি’র পণ্য বিক্রয়ের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১৪ জুলাই) সকালে ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স-এ বিক্রয় কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন, মহিমাগঞ্জ ইউপি চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ নেতা আনোয়ারুল ইসলাম প্রধান।

এ সময় উপস্থিত ছিলেন, ইউপি সদস্য আব্দুর রউফ বাবলু, শাহীন শেখ, আমিরুল ইসলাম, মোমতাজ আলী ও সরবরাহকারী প্রতিষ্ঠান রংধনু ট্রেডার্সের স্বত্ত্বাধিকারী আবু সাঈদ সবুজ প্রমূখ।

জুন মাসের জন্য প্রদত্ত টিসিবি পণ্যে এবার এই ইউনিয়নের ২ হাজার ৪শ’ ৯৩ জন সুবিধাভোগীকে ২ কেজি মসুর ডাল ও ২ লিটার করে সয়াবিন তেল দেয়া হচ্ছে।