- মাধুকর প্রতিনিধি
- তারিখঃ ২৪-৩-২০২৩, সময়ঃ বিকাল ০৩:৪৬
মহান স্বাধীনতা দিবসে মহিলাদের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
ক্রীড়া প্রতিবেদক ►
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে জাতীয় কর্মসূচি মোতাবেক জেলা মহিলা ক্রীড়া সংস্থা ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে এবং জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় বৃহস্পতিবার বিকেলে গাইবান্ধা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ে মহিলাদের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতায় চারটি ইভেন্টে তিন শতাধিক খেলোয়াড় অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব পত্নী মিসেস সাবিনা এর সভাপতিত্বে বক্তব্য রাখেন লেডিস ক্লাবের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা নির্বাহী অফিসার পত্নী মিসেস আবিদা সুলতানা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পত্নী মিসেস তানিয়া আহমেদ, সিনিয়র অ্যাসিস্ট্যান্স কমিশনার নুজহাত তাসমিন, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মিসেস নার্গিস জাহান।
জেলা মহিলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি মাহেনুর ফজিলাতুন্নেছা, সুফিয়া বেগম বেবী, নীলুফার বেগম নার্গিস, সাধারণ সম্পাদক রিজিয়া আক্তার বিউটি প্রমুখ। খেলা পরিচালনা করেন সহ-সাধারণ সম্পাদক শামিমা ইয়াছমিন পাপড়ি, যুগ্ম সম্পাদক খুরশিদা ওয়াদুদ রেজভী, জেসমিন মাসুদ রানী ও কোষাধ্যক্ষ নুরজাহান বেগম, বিচারকের দায়িত্ব পালন করেন নির্বাহী সদস্য এ্যাড.নার্গিস আক্তার চৌধুরী, নিলুফার বেগম লাকী, আনজু আরা বেগম, নতুন বেগম ও অঞ্জলি দাস। অনুষ্ঠান সঞ্চালনা করেন হাবিবা সুলতানা পলাশ।
খেলা শেষে বিজয়ী খেলোয়াড়দেরকে পুরস্কার প্রদানসহ অংশগ্রহণকারী সকল খেলোয়াড়দের মাঝে শান্তনা উপহার বিতরণ করা হয়।