• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ১৮-৫-২০২৩, সময়ঃ সকাল ১০:২৩

মমতার-২৫০ তম নরমাল ডেলিভেরী অর্জন উৎসব উৎযাপন



মাধুকর ডেস্ক ►

২৫০ তম নরমাল ডেলিভেরী অর্জন উৎসব উৎযাপনের মাধ্যমে প্রাতিষ্ঠানিক ডেলিভেরীর গুরুত্ব ও এই এলাকার অবহেলিত স্বাস্থ্যকেন্দ্রটি এখন আস্থার বড় জায়গা করে নিয়েছে মর্মে প্রতিয়মান। এখানে প্রতিমাসেই ২৫/৩০ টি নরমাল ডেলিভেরী হচ্ছে এবং গর্ভাবস্থায় ও প্রসব পরবর্তী যে কমপক্ষে চারটি চেকআপ নিতে হয়- এখন এই এলাকার মায়েরা জানেন এবং অনেকেই নিয়মিত চেকআপ গ্রহণের মাধ্যমে প্রসব পরিকল্পনা করার ক্ষেত্রে সচেতনতা উত্তোরোত্তর বৃদ্ধি পাচ্ছে।

এ উপলক্ষে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী পরিচালক (সিসি)ডাঃ সেকেন্দার আলী, প্রকল্প সমন্বয়কারী বাহারাম খান, সেভ দি চিলড্রেন কোরিয়া প্রতিনিধি সেংচার ইয়ন, টেকনিক্যাল ম্যানেজার ডাঃ শামীমা বিলকিছ, ,ফ্যামিলি প্লানিং বামনডাংগা টীম ও মমতা টীম সহ সেবা গ্রহনকারী (গর্ভবতী ও প্রসুতী)মায়েরা ও তাদের পরিবার এর সদস্য। নানা আয়োজনে ছিল- কেক কাটা, মিডওয়াইফ ও এফডব্লিউদের ফুল দিয়ে কাজের স্বীকৃতির অভিনন্দন জানানো, আলোচনা ও ইউপি চেয়ারম্যানের পক্ষ থেকে ছিল ফলের গাছের চারা বিতরণ। 

মমতা প্রকল্পটি কৈইকা ও সেভ দি চিলড্রেন এর ফাণ্ডে এবং কারিগরী সহায়তায় এসকেএস ফাউণ্ডেশন এর মাধ্যমে বাস্তবায়িত হচ্ছে। প্রকল্পটি বর্তমানে গাইবান্ধা জেলার এগারটি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের মাধ্যমে চলমান আছে। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন উপজেলা কো-অর্ডিনেটর ফারজানা সুলতানা।