- মাধুকর প্রতিনিধি
- তারিখঃ ৯-৪-২০২৩, সময়ঃ বিকাল ০৫:০৪
মমতা প্রকল্পের উদ্যোগে নিরাপদ মাতৃত্ব দিবস পালন
নিজস্ব প্রতিবেদক ►
এবারের প্রতিপাদ্যের সাথে নিরাপদ মাতৃত্বের যায়গাতে যাওয়ার জন্য মমতা প্রকল্প কাজ করে আসছে এসকেএস ফাউ-েশন আর আর্থিক সহায়তায় আছেন সেভ দা চিলড্রেন ও কৈইকা।
মমতা প্রকল্প আজকের এই দিবসটি গাইবান্ধা জেলার চারটি উপজেলার ১১টি ইউনিয়নে একযোগে উৎযাপন করেন নানা আয়োজনের মধ্য দিয়ে, যার মধ্যে ছিল আলোচনা, দবসের তাৎপর্য তুলে ধরা এবং নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করনে পরিবার থেকে রাষ্ট্র পর্যন্ত ভুমিকা। নিরাপদ মাতৃত্বের জন্য পরিকল্পনা একটি বড় সহায়ক আর সেই পরিকল্পনাটি শুরু হওয়া দরকার একটি মেয়ের পরিবার থেকে, গর্ভাবস্থায় নিয়মিত চারবার চেকআপ সহ তার বিশ্রাম, খাওয়ার প্রতি যত্নসহ মানষিক সাপোর্ট করা।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট ইউনিয়নের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনার সকল কর্মকর্তা, ম্যানেজমেন্ট কমিটির সদস্য সহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, বিভিন্ন এলাকা থেকে আসা সেবা গ্রহীতারা আর মমতা প্রকল্পের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ।
মমতা প্রকল্পের মাধ্যমে এমন আয়োজন তথা দিবস পালন সহ এএনসি, পিএনসিসহ নানা চেকআপ এর সেবা পেয়ে তাদের ভালো লাগার অনুভুতি প্রকাশ করেন।