• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ১৯-৩-২০২৫, সময়ঃ বিকাল ০৩:৫৩

মব সন্ত্রাস বন্ধের দাবিতে গাইবান্ধায় বামজোটের বিক্ষোভ



নিজস্ব প্রতিবেদক►

সারাদেশে অব্যাহত মব সন্ত্রাস বন্ধ, জনগণের জানমালের নিরাপত্তা প্রদান, ঈদের আগেই শ্রমিকদের বেতন-বোনাস প্রদান ও জাতীয় নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণার দাবিতে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাম গণতান্ত্রিক জোট, গাইবান্ধা জেলা।

আজ (বুধবার, ১৯ মার্চ) সকাল ১১টায় গাইবান্ধা শহরের ১নং রেল গেইট থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সেখানেই শেষ হয়। 

বাম গণতান্ত্রিক জোট, গাইবান্ধা জেলা সমন্বয়ক ও কমিউনিস্ট পার্টির জেলা সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুলের সভাপতিত্বে অনুষ্ঠিত মিছিল পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন বাসদ মার্কসবাদী জেলা আহবায়ক আহসানুল হাবীব সাঈদ, বিপ্লবী কমিউনিস্ট লীগ জেলা সম্পাদক রেবতী বর্মন, বাসদ জেলা আহবায়ক কমরেড গোলাম রব্বানী প্রমুখ। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাসদ মার্কসবাদী’র কাজী আবু রাহেন শফিউল্যাহ, নিলুফার ইয়াসমিন শিল্পী, কমিউনিস্ট পার্টির ছাদেকুল ইসলাম মাস্টার, এমদাদুল হক মিলন, বাসদের সুকুমার মোদক, ইশরাত জাহান লিপি প্রমুখ।

বক্তারা বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনের মধ্যদিয়ে বিগত ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে। সারাদেশে নারী-শিশু ধর্ষণ, নিপীড়ন বেড়েছে উদ্বেগজনক হারে। ঢাকাসহ সারা দেশে ডাকাতি, ছিনতাই, খুন, মব সন্ত্রাস, দখলদারিত্ব অব্যাহতভাবে বেড়ে চলেছে। বিভিন্ন স্থানে পরিকল্পিত মব সন্ত্রাস করা হচ্ছে। ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করে তারা এসবের বিরুদ্ধে রুখে দাড়াতে জনগণের প্রতি আহবান জানান। সেইসাথে সকল শ্রমিক, বেসরকারি শিক্ষকদের বেতন বোনাস ঈদের আগেই প্রদান ও জাতীয় সংসদ নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণার দাবি জানান।