• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ৩০-১২-২০২২, সময়ঃ বিকাল ০৪:১৭

গাইবান্ধায় বাম জোটের বিক্ষোভ মিছিল



নিজস্ব প্রতিবেদক ►

সংসদ ভেঙ্গে দিয়ে নিরপেক্ষ তদারকি সরকারের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান, বিদেশে পাচারকৃত অর্থ ফেরতসহ ১০ দাবি জানিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাম গণতান্ত্রিক জোট, গাইবান্ধা জেলা শাখা।

শুক্রবার (৩০ ডিসেম্বর) সকাল ১০টায় শহরের ১নং রেল গেইটে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন জেলা বাসদ এর আহবায়ক গোলাম রব্বানী, জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল, বাসদ মার্কসবাদী জেলা নেতা কাজী আবু রাহেন শফিউল্যাহ প্রমুখ। সমাবেশ পরিচলনা করেন জেলা সিপিবি’র সহকারি সাধারণ সম্পাদ এ্যাড. মুরাদ জামান রব্বানী।

সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশের কমিউনিস্ট পাটির কেন্দ্রীয় কমিটির সহকারি সাধারণ সম্পাদক মিহির ঘোষ, জেলা বাসদ (মার্কসবাদী) আহবায়ক আহসানুল হাবীব সাঈদ। পরে একটি বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিণ করে রেল গেইটে এসে শেষ হয়।