• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ১৯-১০-২০২৩, সময়ঃ সন্ধ্যা ০৬:৪৯

ভারতকে ২৫৭ রানের চ্যালেঞ্জ ছুড়ে দিল বাংলাদেশ



মাধুকর ডেস্ক►

বিশ্বকাপের চলতি আসরে টানা দুই পরাজয়ের পর ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে ভারতের বিপক্ষে প্রথমে ব্যাট করে ২৫৬ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। জয়ের জন্য ভারতকে করতে হবে  ২৫৭ রান।

ভারতের বিপক্ষে ম্যাচটি ছিল বিশ্বকাপে বাংলাদেশের জয়ের ধারায় ফেরার মিশন। সেই মিশনে উদ্বোধনী জুটিতে লাল-সবুজের প্রতিনিধিরা দুর্দান্ত শুরু করলেও মিডল অর্ডারদের ব্যর্থতার কারণে শেষ পর্যন্ত সেই মোমেন্টাম ধরে রাখা সম্ভব হয়নি বাংলাদেশের পক্ষে।

তানজিদ সাকিব ও লিটন দাসের দুর্দান্ত শুরু পর ধসে পড়া ব্যাটিং লাইন আপকে টেনে নিয়ে যান দুই বুড়ো মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ। দুজনের দায়িত্বশীল ব্যাটিংয়ে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটের খরচায় ২৫৬ রান তুলতে সক্ষম হয় বাংলাদেশ।