• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ৫-৮-২০২৩, সময়ঃ সকাল ১১:০৭

ভারত ও ওয়েস্ট ইন্ডিজকে জরিমানা করল আইসিসি



মাধুকর ডেস্ক►

পাঁচ ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ধীরগতির বোলিংয়ের দায়ে  জরিমানার কবলে পড়েছে ওয়েস্ট ইন্ডিজ ও ভারতীয় ক্রিকেট দল। নির্ধারিত সময়ের এক ওভার কম বোলিং করার কারণে ম্যাচ ফির পাঁচ শতাংশ জরিমানা করা হয়েছে ভারতকে। আর ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করা হয়েছে ওয়েস্ট ইন্ডিজকে। কারণ নির্ধারিত সময়ের মধ্যে দুই ওভার কম বোলিং করেছে ক্যারিবীয়রা।

আইসিসির কোড অফ কন্ডাক্টে নিয়মনুযায়ী, ২.২২ ধারা অনুযায়ী নূন্যতম ওভার-রেটের অপরাধে প্রতি ওভারের জন্য সর্বনিন্ম ম্যাচ ফি’র পাঁচ শতাংশ এবং সর্বোচ্চ ৫০ শতাংশ জরিমানা করা হয়।

ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক রোভম্যান পাওয়েল ও ভারতের দলপতি হার্দিক পান্ডিয়া নিজেদের ভুল স্বীকার করে নেওয়ার কোনো শুনানির প্রয়োজন হয়নি।

সিরিজের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ ৪ রানে হারিয়েছে ভারতকে। আগে ব্যাট করে ৬ উইকেটে ১৪৯ রান করে ওয়েস্ট ইন্ডিজ। জবাবে ৯ উইকেটে ১৪৫ রান তুলতে পারে ভারত।

রোববার (৬ আগস্ট) গায়ানায় দ্বিতীয় টি-টোয়েন্টি খেলতে নামবে ওয়েস্ট ইন্ডিজ-ভারত। তৃতীয় ম্যাচটি হবে গায়ানায়। সিরিজের শেষ দুই ম্যাচ হবে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার লডারহিলে।