• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ১৮-৩-২০২৩, সময়ঃ সকাল ০৯:৪৫

ভাতিজার ছুরিকাঘাতে চাচা নিহত



মাধুকর ডেস্ক ►

রংপুরে ভাতিজার ছুরিকাঘাতে আহত চাচা ময়নাল হক (৫২) মারা গেছেন। শুক্রবার নগরীর বেসরকারি একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

নিহত ময়নাল হক হারাগাছ পৌরসভার সারাই বাবুখা গ্রামের বাসিন্দা। বকেয়া টাকা নিয়ে দ্বন্দ্বে ভাই ও ভাতিজার ধারালো অস্ত্রের আঘাতে আহত হয়েছিলেন তিনি। এ ঘটনায় মামলার পর ভাতিজা পারভেজকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, হারাগাছ পৌরসভার বাবুখা গ্রামে বসবাস করেন ময়নাল হক ও তাঁর ছোট ভাই ইউনুছ আলী। দুই ভাইয়ের স্থানীয় সারাই বাজারে গরুর মাংস বিক্রির দোকান আছে। ছোট ভাই ইউনুছ আলী গরু জবাই করে পাইকারি মাংস বিক্রি করেন। তাঁর কাছ থেকে মাংস নিয়ে ময়নাল দোকানে বিক্রি করে আসছেন দীর্ঘদিন।

ব্যবসা চলাকালে ইউনুছ তাঁর বড় ভাই ময়নালের কাছে কিছু টাকা পান। বৃহস্পতিবার সকালে বকেয়া টাকা চাওয়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বাগবিতণ্ডা হয়। পরে ময়নাল বাড়িতে চলে যান।

এরই জেরে ওই দিন দুপুরে ছোট ভাই ইউনুছ আলী এবং তাঁর দুই ছেলে ইয়াসিন মিয়া ও পারভেজ মিয়া ময়নালের বাড়িতে গিয়ে তাঁর ওপর হামলা চালান। ধারালো ছুরি দিয়ে ময়নালের মাথায় আঘাত করা হয়। পরে গুরুতর আহত অবস্থায় ময়নালকে প্রথমে হারাগাছ হাসপাতালে নেওয়া হয়। পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

অবস্থা আশঙ্কাজনক হওয়ায় নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) নেওয়ার প্রয়োজন হয়। তবে হাসপাতালের আইসিইউতে বেড ফাঁকা না থাকায় ওই দিন রাতে প্রাইম মেডিকেল কলেজ হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন শুক্রবার দুপুরে তাঁর মৃত্যু হয়।

হারাগাছ থানার ওসি রেজাউল ইসলাম জানান, এ ঘটনায় নিহতের ভাতিজা পারভেজকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।