- মাধুকর প্রতিনিধি
- তারিখঃ ১১-২-২০২৩, সময়ঃ রাত ০৮:৫৬
বেলকায় লিজেন্ড ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন
সুুন্দরগঞ্জ প্রতিনিধি ►
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক চেয়ারম্যান ও ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা, মানবাধিকার বিজ্ঞানী ও বহু গ্রন্থের প্রনেতা ড.এবিএম মফিজুল ইসলাম পাটোয়ারী স্মৃতি লিজেন্ড ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।
শনিবার উপজেলার বেলকা এম সি উচ্চ বিদ্যালয়ে মাঠে টুর্নামেন্টের উদ্বোধন উপলক্ষে এক আলোচনা সভা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহসান হাবীব সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা জাতীয় পাটির সদস্য সচিব সরোয়ার হোসেন শাহিন। উপজেলা ছাত্র সমাজের সভাপতি শাহ সুলতান সরকার সুজনের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব মাহমুদুল ইসলাম প্রমানিক, উপজেলা জাতীয় পাটির সাংগঠনিক মিজানুর রহমান, কাওছার আযম হান্নু, সহকারি শিক্ষক অসিত বরন সরকার, রেজাউল ইসলাম রানা, সরওসার হোসেন বাবু, আব্দুর রাজ্জাক, নুর মোহাম্মদ রাফি। পরে টুর্নামেন্টের উদ্বোধন করেন অতিথিবৃন্দ।